এক্সপ্লোর
Advertisement
২৫ কিমি দৌড় প্রতিযোগিতা মাতালেন সৌরভ-বেকার
কলকাতা: কলকাতা মাতল দৌড়ে৷ রবিবার ভোরে ২৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় সবার নজর ছিল একজনের দিকেই, বরিস বেকার৷ সকালে রেড রোডে একসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়-বরিস বেকারকে দেখে আপ্লুত কলকাতা৷ বুমবুম বেকারকে দেখে স্মৃতির সরণীতে ডুব দিলেন সৌরভও৷
জাঁকিয়ে পড়া ঠান্ডাকে হারিয়ে ভোর থেকে কলকাতা ছিল গতিময়৷ ডেস্টিনেশন রেড রোড৷ কলকাতা ২৫ কিমি দৌড়ে প্রায় ১৫ হাজার প্রতিযোগী হাজির দৌড়তে৷ ভোরের ঠান্ডাকে হার মানিয়ে প্রতিযোগীদের ২৫ কিমি দৌড়ের মূল আকর্ষণই ছিল একফ্রেমে কিংবদন্তী বেকার ও সৌরভকে দেখা৷ সকাল সোয়া ছটায় হাজির হন বুমবুম বেকার৷ সৌরভের সঙ্গে সেলফি তোলা হোক, প্রতিযোগীদের উৎসাহ দেওয়া, বেকার মাতালেন সকালের কলকাতা৷ বেকারকে প্রথম দেখার স্মৃতি এখনও টাটকা সৌরভের৷ কিংবদন্তীর সঙ্গে কথা বলে আপ্লুত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও৷
সৌরভ বলেছেন, ‘আমি কিছুদিন আগেই উইম্বলডনে বরিস বেকারকে দেখেছি কোচ হিসেবে৷ প্রথমবার দেখেছিলাম মেলবোর্নে ১৯৯১-এ৷ তখন আমি তরুণ ক্রিকেটার৷ ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলাম৷ আমরা সবাই এমসিজি স্টেডিয়ামে গিয়েছিলাম ওনাকে দেখতে৷ সেই ম্যাচটা জিতেছিল বরিস৷’
ঋতুপর্ণা বলেছেন, ‘আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কি প্রথমবার কলকাতায় এলে ? ও বলল হ্যাঁ! কলকাতায় এটা আমার প্রথমবার৷ আমি বললাম তোমার কেমন লাগছে ? ও বলল খুব সুন্দর৷ নিজের শহর সম্মন্ধে ভাল শুনতে তো আমাদের সবারই খুব ভাল লাগে৷’
সকালে কলকাতার মানুষের আগ্রহ দেখে খুশি বেকার৷ তিনি বলেছেন, ‘অনেক কষ্ট করে শেষ পর্যন্ত আমি প্রথমবার কলকাতায় এসেছি। তুমি বিশ্বাস করতে পারবে না, দৌড়নো আমার মোহ, আমার ভালবাসা৷ জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাই দৌড়৷ এটা আমার কাছে একটা দারুন অভিজ্ঞতা৷’
মূল ২৫ কিমি দৌড়ে পুরুষ বিভাগে প্রথম জি লক্ষ্ণণান৷ মহিলাদের মধ্যে প্রথম মনিকা আত্রে৷ তবে চলতি বছরে প্রতিযোগীর সংখ্যা দেখে কিছুটা হতাশ আয়োজকরা৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement