এক্সপ্লোর
Advertisement
উরি হামলা: পাকিস্তানের সঙ্গে ক্রিকেট চান না সৌরভ
নয়াদিল্লি: উরি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট না খেলার পক্ষে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর এ বিষয়ে যে অবস্থান নিয়েছেন, তার সঙ্গে একমত সিএবি সভাপতি। তিনি বলেছেন, ‘সন্ত্রাস অত্যন্ত গুরুতর বিষয়। যখন সীমান্তে অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে, তখন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা যায় না।’
গতকালই অনুরাগ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার কথা ভাবাই যায় না। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা বিসিসিআই সভাপতির এই মন্তব্যের সমালোচনা শুরু করেছেন। মহম্মদ ইউসুফ, রশিদ লতিফ, আবদুল কাদিরদের দাবি, ভারত দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সঙ্গে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। তাই অনুরাগের বক্তব্য নতুন কিছু নয়। তাঁর এই বক্তব্য রাজনৈতিক।
তবে পাকিস্তানের ক্রিকেট মহলে সমালোচিত হলেও, দেশে সমর্থন পাচ্ছেন বোর্ড সভাপতি। উরি হামলার পর ভারতে পাকিস্তান-বিরোধী মনোভাব জোরদার হয়েছে। সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ক্রিকেট খেলার পক্ষে কেউই মত প্রকাশ করছেন না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement