সৌরভের ৪৮তম জন্মদিন: ‘দাদার মুখওয়ালা মাস্ক’ বেচে ৪৮টি গরিব পরিবারকে খাওয়াবে ফ্যান ক্লাব
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৮তম জন্মদিনে মানবিক উদ্যোগ ‘দাদার ফ্যান ক্লাবের’।
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৮তম জন্মদিনে মানবিক উদ্যোগ ‘দাদার ফ্যান ক্লাবের’। কলকাতা, বর্ধমান, আসানসোল, নদিয়া ও ২ ২৪ পরগনার মোট ৯০০০ জন সদস্য নিয়ে গড়ে ওঠা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্যান ক্লাবের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে, মহারাজের ৪৮তম জন্মদিনে ঘূর্ণিঝড় উমপুনে ক্ষতিগ্রস্ত ৪৮টি পরিবারের মুখে খাবার তুলে দেওয়া হবে। ‘মহারাজের দরবারে’ নামের ফ্যান ক্লাবের তরফে মানস চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর এটা তাঁর প্রথম জন্মদিন। স্বাভাবিক ভাবেই খুব স্পেশাল। তবে করোনার কারণে আমরা এবার কেক কাটার অনুষ্ঠান বাতিল করেছি। তার পরিবর্তে মাস্ক বানিয়েছি।”
লর্ডসে সৌরভের অভিষেক ও বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার ছবির সংমিশ্রণে তৈরি হয়েছে মাস্ক। সেগুলো পৌঁছে দেওয়া হবে ফ্যান ক্লাবের সদস্যদের। তিনি আরও জানান, কলকাতার কয়েকজন অনুরাগী বেহালায় সৌরভের বাড়ি গিয়ে কিংবদন্তীকে সেই মাস্ক উপহার দেবেন। ‘মহারাজের দরবারে’ নামের ফ্যান ক্লাব একই সঙ্গে সেই মাস্ক বিক্রির অর্থে গরিব, দুঃস্থ পরিবারদের পাশে দাঁড়াবে বলেও ঠিক করেছে।
মানস চট্টোপাধ্যায় জানিয়েছেন, “রাজ্যের বিভিন্ন জেলার ৪৮টি পরিবারকে চিহ্নিত করা হয়েছে। দাদা জন্মদিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এই ৪৮টি পরিবারকে ত্রাণের সামগ্রী পৌঁছে দেওয়া হবে।”