‘৪০ মিনিটেই আমার মন জিতেছিল’, সৌরভের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাক ক্রিকেটার
" আমি আশাবাদী বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর ও ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে।”
নয়াদিল্লি: ক্রিকেটে ফোর ন্যাশন মডেল চালু করা নিয়ে যখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমালোচনায় মুখর পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ তখনই আবার ‘দাদা’র প্রশংসায় পঞ্চমুখ সাকলিন মুস্তাক। ফোর ন্যাশন আইডিয়া চলবে না বলে তোপ দেগেছেন রশিদ। আর রশিদের দেশেরই প্রাক্তন তারকা সাকলিন আশাবাদী, ‘সৌরভ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে’। সাসেক্সে খেলাকালীন এক অভিজ্ঞতার কথা বর্ণনা করে সৌরভের সহৃদয়তার কথা তুলে ধরেন এই পাক তারকা।
২০০৫-০৬ সালের ঘটনা। সাসেক্সের হয়ে খেলছেন সাকলিন। না খেললেও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট উপভোগ করতে উপস্থিত সৌরভ। হাঁটুর অস্ত্রোপচারের পর প্রায় ৩৬-৩৭ সপ্তাহ ক্রিকেট থেকে দূরে ছিলেন সাকলিন। সেবার ওই দীর্ঘ বিশ্রামের পর ক্রিকেটে কামব্যাক করছিলেন। দীর্ঘ সময় ক্রিকেট থেকে বাইরে থাকার কারণে স্বাভাবিক কারণেই বিষন্ন ছিলেন পাক স্পিনার। সেই সময় তাঁকে দেখতে সোজা সাজঘরে গিয়ে হাজির হয়েছিলেন ‘প্রিন্স অব কলকাতা’। নিজে থেকেই চা এগিয়ে দিয়েছিলেন সাকলিনের হাতে। তারপর, শরীরে খোঁজ খবর নেওয়া থেকে, জীবন ও পরিবারের খুঁটিনাটি খোঁজ খবর- সবই জানতে চেয়েছিলেন মহারাজ। প্রায় ৪০ মিনিট ধরে সৌরভ-সাকলিন একে অপরের সঙ্গে আড্ডা দেন। ওই অভিজ্ঞতা আজও চিরসবুজ হয়ে রয়েছে সাকলিনের কাছে। সৌরভের এই সহৃদয় ভাব মুগ্ধ করেছিল সাকলিনকে। এই গোটা অভিজ্ঞতাই একটি ইউটিউব চ্যানেলে অবলীলায় জানিয়েছেন প্রাক্তন পাক স্পিনার।
একই সঙ্গে সৌরভ বোর্ড প্রেসিডেন্ট হওয়ায় ক্রিকেটের অনেক উন্নতির আশা করেছেন তিনি। সাকলিনের বক্তব্য, “অধিনায়ক থাকাকালীনও সৌরভ দলের হয়ে দারুণ কাজ করেছে। আমি আশাবাদী বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর ও ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে।”