এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন ডিভিলিয়ার্স, অনুরোধে সাড়া দেয়নি দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট!
বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষণার ২৪ ঘণ্টা আগে ফের খেলার ইচ্ছাপ্রকাশ করেন ডিভিলিয়ার্স।
লন্ডন: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবি ডিভিলিয়ার্স অবসর ভেঙে এবারের বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন। কিন্তু তাঁর অনুরোধ মানতে চায়নি দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে এমনই খবর প্রকাশিত হয়েছে।
চলতি বিশ্বকাপে প্রথম তিনটি ম্যাচেই হেরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে যাওয়ার মুখে ফাফ দু প্লেসির দল। এরই মধ্যে জানা গিয়েছে, বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষণার ২৪ ঘণ্টা আগে ফের খেলার ইচ্ছাপ্রকাশ করেন ডিভিলিয়ার্স। তিনি এ বিষয়ে দু প্লেসি, দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ওটিস গিবসন ও নির্বাচকদের আহ্বায়ক লিন্ডা জন্ডির সঙ্গে কথা বলেন। কিন্তু দু’টি কারণে ডিভিলিয়ার্সকে দলে নেওয়া হয়নি। প্রথমত, তিনি ২০১৮ সালের মে মাসে অবসর নেন। ফলে এক বছর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট খেলেননি। সেই কারণে তিনি দলে সুযোগ পাওয়ার যোগ্যতা অর্জন করেননি। দ্বিতীয়ত, টিম ম্যানেজমেন্টের মনে হয়, ডিভিলিয়ার্সকে দলে নেওয়া হলে তাঁর অনুপস্থিতিতে ভাল পারফরম্যান্স দেখানো ক্রিকেটারদের প্রতি অবিচার করা হবে।
এবারের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৪৪২ রান করেন ডিভিলিয়ার্স। তাঁর ব্যাটিংয়ে পুরনো ছন্দ দেখা যায়। বিশ্বকাপে খেলার সুযোগ পেলে তিনি হয়তো ভাল ফর্মই দেখাতে পারতেন। কিন্তু তাঁর সামনে সেই সুযোগ এল না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement