Sports Highlights: যুব বিশ্বকাপে হার ভারতের, রঞ্জিতে চাপে বাংলা, জয় নাগালের, দিনের সেরা খেলার খবরগুলো
Todays Sports Highlights: দিনের সেরা খেলার খবরগুলো এক ঝলকে -
কলকাতা: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার ভারতের। রঞ্জি ট্রফিতে কেরলের বিরুদ্ধে চাপে বাংলা। চেন্নাই ওপেন জয় সুমিত নাগালের। ম্য়াক্সওয়েলের রেকর্ড টি-টোয়েন্টিতে। দিনের সেরা খেলার খবরগুলো এক ঝলকে -
যুব বিশ্বকাপের ফাইনালে হার ভারতের
১৯৯৮, ২০০২, ২০১০ ও ২০২৪। এই নিয়ে চতুর্থবার। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারতকে হারিয়ে চতুর্থবারের জন্য যুব বিশ্বকাপ খেতাব জিতে নিল টিম অস্ট্রেলিয়া। গত বছর ওয়ান ডে বিশ্বকাপে রোহিতদের স্বপ্নভঙ্গ হয়েছিল। সেবার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। এবার যুব বিশ্বকাপেও সেই অজিদের বিরুদ্ধেই হারতে হল ফাইনালে। প্রথমে ব্যাটিং করতে নেমে এদিন নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান বোর্ডে তুলে নিয়েছিল। জবাবে ভারতীয় দল ১৭৪ রানের বেশি করতে পারেনি।
চ্যাম্পিয়ন নাগাল
২০২৪ সালটা ভারতীয় টেনিসের জন্য এখনও পর্যন্ত অত্যন্ত মিষ্টিমধুর কাটছে। বছরের শুরু থেকেই একের পর এক ইতিহাস তৈরি করছেন ভারতীয় টেনিস তারকারা। অস্ট্রেলিয়ান ওপেন জিতে সবথেকে বেশি বয়সে প্রথমবার বিশ্বের এক নম্বর হয়ে সর্বকালীন ইতিহাস গড়েছিলেন রোহন বোপান্না। সেই অস্ট্রেলিয়ান ওপেনেই সুমিত নাগাল (Sumit Nagal) ৩৫ বছর পর প্রথম ভারতীয় তারকা হিসাবে সিঙ্গেলসে কোনও বাছাই করা তারকাকে হারান। নাগালের স্বপ্নের সফর অব্যাহত। নিজের কেরিয়ারে প্রথমবার এটিপি সিঙ্গেলস ব়্যাঙ্কিংয়ে (ATP Rankings) প্রথম ১০০-র মধ্যে প্রবেশ করছেন নাগাল।
ছিটকে গেলেন লিচ
হাঁটুর চোটের কারণে দ্বিতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। এবার সেই চোটের কারণেই গোটা সিরিজ় থেকেই ছিটকে গেলেন তারকা ইংল্যান্ড (England Cricket Team) বোলার জ্যাক লিচ (Jack Leach)। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে লিচের সিরিজ় থেকে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করা হয়। তবে লিচ সিরিজ় থেকে তাঁর বদলি হিসাবে কোনও খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি ইংল্যান্ড।
চাপে বাংলা
পাহাড়প্রমাণ রান লক্ষ্যমাত্রা। জয় আসবে কি না বলা অসম্ভব। সাম্প্রতিক সময়ের যা রেকর্ড বাংলা দলের, তাতে অতি বড় সমর্থকও আশা রাখবেন না হয়। কারণ লক্ষ্যটা ৪৪৯। আর তা তাড়া করতে নেমে কেরালার বিরুদ্ধে ম্য়াচে তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৭৭ রান বোর্ডে তুলতে পেরেছে বাংলা শিবির। দিনের শেষে অপরাজিত রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। তিনি ৩৩ রান করে ক্রিজে আছেন। শেষ দিনে ৩৭২ রান করতে হবে বাংলাকে এই ম্য়াচ জিততে হলে।