এক্সপ্লোর

Sports Highlights: সিরিজে সমতায় ফিরল ভারত, বিশ্বরেকর্ড রোহিতের, ঝুলনের আক্ষেপ, খেলার সব খবর এক ঝলকে

Top Sports News: খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক নজরে।

কলকাতা: অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল ভারতীয় দল। বিশ্বরেকর্ড গড়লেন অধিনায়ক রোহিত শর্মা। কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার আগে নিজের আক্ষেপ খোলসা করলেন ঝুলন গোস্বামী। এক নজরে খেলার দুনিয়ার সব খবর।

সমতায় ফিরল ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চার উইকেটে পরাজিত হয় ভারতীয় দল। তাই সিরিজ জয়ের আশা বজায় রাখতে আজ দ্বিতীয় ম্যাচে জিততেই হতো টিম ইন্ডিয়াকে। সেই লক্ষ্যেই আজ একাদশে দুই বদল করে মাঠে নামে টিম ইন্ডিয়া। নিজেদের লক্ষ্যে সফলও হল ভারতীয় দল। ছয় উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরল টিম ইন্ডিয়া। সৌজন্যে মূলত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতের হয়ে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেললেন রোহিত।

অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch) এবং ম্যাথু ওয়েড দুর্দান্ত ব্যাট করেন। ভারতের হয়ে সর্বাধিক দুই উইকেট নেন অক্ষর পটেল। এক উইকেট পান জসপ্রীত বুমরাও (Jasprit Bumrah)। ফিঞ্চ ৩১ রান এবং ওয়েড অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন। জবাবে রোহিত শর্মা অপরাজিত ৪৬ রান করে ভারতকে জিতিয়ে দেন। 'ফিনিশার' ডিকে নিজের কাজটা দারুণভাবে করেন। দুই বল খেলেই একটি ছয় ও একটি চার হাঁকিয়ে ভারতকে চার বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতিয়ে দেন কার্তিক।  

রোহিতের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিক রোহিত শর্মাই। তবে বিশ ওভারের ক্রিকেটে আন্তর্জাতিক স্তরে ছয় মারার পরিসংখ্যানে 'হিটম্যান'-এর থেকে এগিয়ে ছিলেন নিউজিল্যান্ডের তারকা ওপেনার মার্টিন গাপ্টিল। কিউয়ি তারকা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭২টি ছয় মেরেছেন। অবশ্য গত ম্যাচেই নিজের ইনিংসে একটি ছয় মেরে গাপ্টিলের এই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন রোহিত। আজ সেই রেকর্ড এককভাবে নিজের দখলে করে নিলেন ভারতীয় অধিনায়ক। জস হ্যাজেলউডের বিরুদ্ধে ভারতীয় ইনিংসের প্রথম ওভারে দুই ছক্কা মেরে গাপ্টিলকে টপকে যান রোহিত। রোহিতের ২০ বলে ৪৬ রানের ইনিংসে ভর করেই ভারতীয় দল এদিন ম্যাচ জিতে নেয়। রোহিতের ইনিংস সাজানো ছিল চারটি চার ও সমসংখ্যক ছক্কায়। 

ঝুলনের আক্ষেপ

কাল ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ান ডে (IND vs ENG 3rd ODI) ম্যাচের মাধ্যমেই নিজের বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানতে চলেছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। দুই দশকের থেকেও দীর্ঘ কেরিয়ারে তারকা ক্রিকেটারের ঝুলিতে রয়েছে একগুচ্ছ রেকর্ড। তা সত্ত্বেও ঝুলনের একটি আক্ষেপ রয়েই গিয়েছে। লর্ডসে শেষ ম্যাচে মাঠে নামার আগে সেই নিয়েই মুখ খুললেন ভারতীয় কিংবদন্তি।

সাংবাদিক সম্মেলনে আবেগতাড়িত ঝুলন বলেন, 'আমি দুই বিশ্বকাপ ফাইনাল খেলেছি। যদি ওই দুই ফাইনালের মধ্যে আমরা একটিও জিততে পারতাম, তাহলে ব্যক্তিগতভাবে আমি নিজে তো বটেই, দলের সকলেও খুশি হত। সকলেই তো দিনের শেষে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই খেলা শুরু করে। আমরা সেটাই পারিনি। এটাই আমার কেরিয়ারে সবচেয়ে বড় আক্ষেপ। চার বছর ধরে বিশ্বকাপের প্রস্তুতি চলে। সকলের জন্যই বিশ্বকাপ জয়টা স্বপ্ন। এর জন্য সকলেই কঠোর পরিশ্রম করে। তবে এটুকু আমি বলতে পারি, যে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা কিন্তু আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে।'

কোহলির রেকর্ড ভাঙলেন বাবর

বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটার কে, বিরাট কোহলি (Virat Kohli) না বাবর আজম (Babar Azam), তা নিয়ে প্রবল চর্চা হয়। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারেরা অবশ্য বিরাটকেই এগিয়ে রাখেন। বলেন, বিরাটের উচ্চতায় পৌঁছতে হলে আরও অনেক ক্রিকেট খেলতে হবে বাবরকে।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে একটি রেকর্ডের দিক থেকে বিরাটকে পিছনে ফেলে দিলেন বাবর। কী সেই রেকর্ড? টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৮ হাজার রানের মাইলফলক। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি করে পাকিস্তানকে ম্যাচ জিতিয়েছেন বাবর। সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮০০০ রান পূর্ণ করে ফেলেছেন। ২১৮ ইনিংসে। যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। প্রথম স্থানে ক্রিস গেল। যিনি ২১৩ ইনিংসে ৮০০০ রান পূর্ণ করেছিলেন। তাঁর চেয়ে মাত্র ৫ ইনিংস বেশি খেলেছেন বাবর। তবে বিরাটকে পিছনে ফেলেছেন। ২৪৩ ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করেছিলেন বিরাট। তালিকায় চার নম্বরে অ্যারন ফিঞ্চ। ২৫৪ ইনিংস খেলে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করেছেন অজি অধিনায়ক।

জিহুর রেকর্ড

রেকর্ড গড়লেন অলিভিয়ের জিহু (Olivier Giroud)। ফ্রান্সের সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসাবে আন্তর্জাতিক মঞ্চে গোল করলেন। ৩৫ বছর ৩৫৭ দিন বয়সে ফ্রান্সের হয়ে গোল পেলেন জিহু। নেশনস লিগে (UEFA Nations League) বৃহস্পতিবার কিলিয়ান এমবাপে এবং জিহুর দাপটে ফ্রান্স ২-০ গোলে হারাল অস্ট্রিয়াকে। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।

এই ম্যাচ হারলেই অবনমন নিশ্চিত ছিল ফ্রান্সের। জেতায় আপাতত সুবিধাজনক জায়গায় রইলেন এমবাপেরা। পয়েন্ট টেবিলে অস্ট্রিয়ার ওপরে রয়েছে ফ্রান্স।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Parliament Session 2024 Live: মোদির ভাষণ চলাকালীন রাজ্যসভায় ওয়েলে নেমে বিরোধীদের তুমুল বিক্ষোভ
মোদির ভাষণ চলাকালীন রাজ্যসভায় ওয়েলে নেমে বিরোধীদের তুমুল বিক্ষোভ
Weather Update : তুমুল বৃষ্টিতে ভিজবে বাংলা, লন্ডভন্ড করবে ঝোড়ো হাওয়া, সন্ধেয় কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া ?
তুমুল বৃষ্টিতে ভিজবে বাংলা, লন্ডভন্ড করবে ঝোড়ো হাওয়া, সন্ধেয় কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া ?
IND vs ZIM: জাতীয় দলের হয়ে প্রথম সফর, নিজেদের স্বপ্নপূরণের অভিজ্ঞতা ব্যক্ত করলেন অভিষেক, পরাগরা
জাতীয় দলের হয়ে প্রথম সফর, নিজেদের স্বপ্নপূরণের অভিজ্ঞতা ব্যক্ত করলেন অভিষেক, পরাগরা
West Bengal Weather : কালো মেঘে ঢাকল আকাশ, পূর্বাভাস মতো তুমুল বৃষ্টি আসছে ৬ জেলায়, তালিকায় আপনার জেলাও?
কালো মেঘে ঢাকল আকাশ, পূর্বাভাস মতো তুমুল বৃষ্টি আসছে ৬ জেলায়, তালিকায় আপনার জেলাও?
Advertisement
ABP Premium

ভিডিও

Hathras Stampede: 'ভণ্ডরা নয়, প্রকৃত ভক্তরাই শুধু আসবেন ' হাথরসকাণ্ডের পর নতুন 'আইন'-র দাবিতে খাড়গেAriadaha Incident: আড়িয়াদহে মা ও কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে মারধর দুষ্কৃতীদের | ABP Ananda LIVEBoat Accident: 'সমুদ্রে যাওয়া নিষেধ ছিল ..', পূর্ব মেদিনীপুরে নৌকা উল্টে নিখোঁজ একাধিক মৎস্যজীবীGhanta Khanek Sange Suman(০২.০৭.২০২৪) পর্ব ২ : চোপড়ার ছায়া ফুলবাড়িতে, সালিশি সভায় দম্পতিকে মারধরের অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parliament Session 2024 Live: মোদির ভাষণ চলাকালীন রাজ্যসভায় ওয়েলে নেমে বিরোধীদের তুমুল বিক্ষোভ
মোদির ভাষণ চলাকালীন রাজ্যসভায় ওয়েলে নেমে বিরোধীদের তুমুল বিক্ষোভ
Weather Update : তুমুল বৃষ্টিতে ভিজবে বাংলা, লন্ডভন্ড করবে ঝোড়ো হাওয়া, সন্ধেয় কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া ?
তুমুল বৃষ্টিতে ভিজবে বাংলা, লন্ডভন্ড করবে ঝোড়ো হাওয়া, সন্ধেয় কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া ?
IND vs ZIM: জাতীয় দলের হয়ে প্রথম সফর, নিজেদের স্বপ্নপূরণের অভিজ্ঞতা ব্যক্ত করলেন অভিষেক, পরাগরা
জাতীয় দলের হয়ে প্রথম সফর, নিজেদের স্বপ্নপূরণের অভিজ্ঞতা ব্যক্ত করলেন অভিষেক, পরাগরা
West Bengal Weather : কালো মেঘে ঢাকল আকাশ, পূর্বাভাস মতো তুমুল বৃষ্টি আসছে ৬ জেলায়, তালিকায় আপনার জেলাও?
কালো মেঘে ঢাকল আকাশ, পূর্বাভাস মতো তুমুল বৃষ্টি আসছে ৬ জেলায়, তালিকায় আপনার জেলাও?
Hathras Satsang Stampede : কীসের আশায় 'ভোলেবাবা'কে দেখেই ছুটতে শুরু করলেন ভক্তরা? মৃত্যুকাণ্ডের পর কোথায় 'ভ্যানিশ' হলেন তিনি?
কীসের আশায় 'ভোলেবাবা'কে দেখেই ছুটতে শুরু করলেন ভক্তরা? মৃত্যুকাণ্ডের পর কোথায় 'ভ্যানিশ' হলেন তিনি?
Zerodha Fee Hike: স্টক মার্কেটে বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা, এবার জিরোধা নেবে ব্রোকারেজ চার্জ
স্টক মার্কেটে বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা, এবার জিরোধা নেবে ব্রোকারেজ চার্জ
T20 World Cup 2024: ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুমিয়ে কাদা, খেলতেই পারেননি! ক্ষমা চাইলেন তাস্কিন
ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুমিয়ে কাদা, খেলতেই পারেননি! ক্ষমা চাইলেন তাস্কিন
Best Stock To Buy: চলতি বছরেই দেবে দুরন্ত রিটার্ন, এই ১৬টি স্টকের হতে পারে সেরা বাজি
চলতি বছরেই দেবে দুরন্ত রিটার্ন, এই ১৬টি স্টকের হতে পারে সেরা বাজি
Embed widget