Sports Highlights: বিশ্বকাপের ৯ ম্যাচের সূচি পরিবর্তন, ইস্টবেঙ্গলের জয়, হকিতে পাক-বধ, খেলার দুনিয়ার সারাদিন
Top Sports News: খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক ঝলকে।
কলকাতা: ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) ৯টি ম্যাচের সূচি বদলের ষোষণা করল আইসিসি (ICC)। হকিতে পাকিস্তানকে ৪-০ গোলে বিধ্বস্ত করে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Asian Champions Trophy) সেমিফাইনালে পৌঁছল ভারত। কলকাতা লিগে জিতল ইস্টবেঙ্গল (East Bengal)। খেলার দুনিয়ার সারাদিন।
৯ ম্যাচের সূচি বদল
জল্পনা চলছিলই। তাতেই অনুমোদন দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। বুধবার বিকেলে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল যে, বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের সূচি পাল্টে যাচ্ছে। ১৫ অক্টোবরের পরিবর্তে আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে রোহিত শর্মা (Rohit Sharma) বনাম বাবর আজমদের (Babar Azam) দ্বৈরথ হবে ১৪ অক্টোবর।
স্বস্তিতে সিএবি কর্তারাও। কারণ, ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কালীপুজোর দিন পড়েছিল পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ। যা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। কালীপুজোর দিন নিরাপত্তার আয়োজন করতে পারবে না বলে জানিয়েছিল কলকাতা পুলিশ। তাই সেই ম্যাচের সূচি বদলের আর্জি জানিয়েছিল সিএবি।
বুধবার জানানো হয়েছে, ১২ নভেম্বরের সেই ম্য়াচের সূচিও পাল্টে গিয়েছে। কালীপুজোর আগের দিন, অর্থাৎ ১১ নভেম্বর হবে ইডেনের ম্যাচ। সেই সঙ্গে বদলে দেওয়া হয়েছে আরও ৭টি ম্যাচের সূচি। সব মিলিয়ে মোট ৯টি ম্যাচের সূচি বদলের কথা ঘোষণা করল আইসিসি।
ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর। কিন্তু সেদিন নবরাত্রি হওয়ায় গুজরাত জুড়ে উৎসব। নিরাপত্তার সমস্যা হতে পারে বলে ম্য়াচের দিন এগিয়ে আনার আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই দাবি মেনে আইসিসি জানিয়ে দিল, ভারত-পাক মহারণ হবে ১৪ অক্টোবর। অর্থাৎ, পূর্ব নির্ধারিত সূচির একদিন আগে।
বিশ্বকাপের টিকিট বিক্রি কবে থেকে?
ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) টিকিট বিক্রি নিয়ে বেনজির সিদ্ধান্ত নিল আইসিসি (ICC)। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা সাত দফায় বিক্রি করবে বিশ্বকাপের টিকিট। যার মধ্যে গ্রুপ পর্বে ভারতের ৯টি ম্যাচের টিকিট বিক্রি হবে ৫ দফায়।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত?
নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে আইসিসি-র এক কর্তা এবিপি লাইভকে জানালেন, টিকিটের কালোবাজারি রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতটি দিন ঘোষণা করা হয়েছে। সেই সাতদিন কোন কোন ম্যাচের টিকিট পাওয়া যাবে, সেটাও নির্ধারণ করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে। ভারতের গ্রুপ পর্বের যে ৯টি ম্যাচ রয়েছে, ৫ দিনে তা বিক্রি করা হবে। ভারত ছাড়া অন্যান্য দেশের ওয়ার্ম আপ ম্যাচ ও মূল পর্বে অন্যান্য দেশের সব ম্যাচের টিকিট বিক্রি হবে একদিনে। সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রির জন্য নির্ধারিত হয়েছে একদিন। কবে কোন ম্যাচের টিকিট বিক্রি হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে।
আইসিসি সূত্রে খবর, ২৫ অগাস্ট ভারত ছাড়া বাকি সব দলের ওয়ার্ম আপ ম্যাচের টিকিট বিক্রি হবে। সেদিনই বিশ্বকাপের মূল পর্বে ভারত ছাড়া অন্যান্য সব দেশের ম্যাচের টিকিটও বিক্রি হবে। গুয়াহাটি ও তিরুঅনন্তপুরমে ভারতের ওয়ার্ম আপ ম্যাচের টিকিট বিক্রি হবে ৩০ অগাস্ট।
ভারত-অস্ট্রেলিয়া, ভারত-আফগানিস্তান ও ভারত-বাংলাদেশের ম্যাচের টিকিট বিক্রি হবে ৩১ অগাস্ট। ভারত বনাম নিউজ়িল্যান্ড, ভারত বনাম ইংল্যান্ড ও ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের টিকিট বিক্রি হবে ১ সেপ্টেম্বর। ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট বিক্রি হবে ২ সেপ্টেম্বর। ওইদিনই বেঙ্গালুরুতে ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচের টিকিট বিক্রি হবে। সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি হবে ১৫ সেপ্টেম্বর।
হকিতে বড় জয়
ভারতে পা রেখেই পাকিস্তান হকি দলের কোচ হুঙ্কার ছেড়েছিলেন, চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তারাই সুবিধাজনক জায়গায় থাকবেন। মনে করিয়ে দিয়েছিলেন, বড় টুর্নামেন্টে তাদের রেকর্ডও।
ভারতীয় শিবির যদিও নীরবই ছিল। কেন তাঁরা পাকিস্তান শিবিরের হুঁশিয়ারিতে কান দেননি, বুধবার তা দেখিয়ে দিলেন হরমনপ্রীত সিংহরা। চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে চুরমার করে দিল ভারত।
পাকিস্তান এই হারের ফলে সেমিফাইনালের দৌড় থেকে বিদায় নিল। সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। সেখানে তাদের সামনে জাপান। অন্য সেমিফাইনালে মুখোমুখি মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। পঞ্চম স্থানের জন্য চিনের সঙ্গে খেলবে পাকিস্তান।
ইস্টবেঙ্গলের জয়
পরপর ২ ম্যাচে আটকে গিয়েছিল লাল-হলুদ ব্রিগেড।
প্রথমে কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) ভবানীপুরের বিরুদ্ধে ড্র করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। পরে ডুরান্ড কাপের ম্যাচে বাংলাদেশের আর্মি ফুটবল ক্লাবের বিরুদ্ধে শেষ ৬ মিনিটে ২ গোল হজম করে ড্র করে তারা। অবশেষে বুধবার রেলওয়ে এফসিকে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাল লাল-হলুদ বাহিনি। বুধবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল ২-০ গোলে হারাল রেলওয়ে এফসি-কে। তার ফলে চাপটা কিছুটা হলেও কমল ইস্টবেঙ্গলের ওপর থেকে।
পাঁচে গিল
ওয়ান ডে ক্রমতালিকায় ব্যাটারদের তালিকায় এগোলেন শুভমন গিল (Subhman Gill)। এই মুহূর্তে তাঁর ঝুলিতে রয়েছে ৭৪৩ পয়েন্ট। ভারতীয় ব্যাটারদের মধ্যে এই মুহূর্তে ওয়ান ডে (One Day) ক্রমতালিকায় গিলই সবার আগে রয়েছেন। তালিকায় প্রথম দশে আর রয়েছেন শুধুমাত্র বিরাট কোহলি (Virat Kohli)। তবে তিনি ৯ নম্বরে রয়েছেন এই মুহূর্তে ক্রমতালিকতায়। প্রাক্তন ভারত অধিনায়কের (Ex Indian Captain) ঝুলিতে রয়েছে ৭০৫ পয়েন্ট।
ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর থেকে নিজেকে নিয়মিত করে তুলেছেন শুভমন গিল। কে এল রাহুলের অনুপস্থিতিতে এই মুহূর্তে রোহিত শর্মার ওপেনিং পার্টনার তিনি। ২৭ ম্যাচে ১৪৩৭ রান ঝুলিতে পুরেছেন পাঞ্জাবের এই তরুণ ব্যাটার। ৬২.৪৮ গড়ে ব্যাটিং করেছেন গিল। ঝুলিতে পুরেছেন ৪টি সেঞ্চুরি ও ১টি দ্বিশতরানও। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত গিল।