Sports Highlights: ভারতীয় শিবিরে গিল-কাঁটা, জিতল নিউজ়িল্যান্ড, অলিম্পিক্সে ফিরল ক্রিকেট, খেলার দুনিয়ার সারাদিন
Top Sports News: খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক ঝলকে।
কলকাতা: ডেঙ্গি আক্রান্ত শুভমন গিলকে ছাড়াই নয়াদিল্লিতে পৌঁছল ভারতীয় দল। বিশ্বকাপে নেদারল্য়ান্ডসকে ৯৯ রানে হারিয়ে দিল নিউজ়িল্যান্ড (NZ vs Ned)। ২০২৮ সালে অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। খেলার দুনিয়ার সারাদিন।
চেন্নাইয়েই গিলের চিকিৎসা
বিশ্বকাপ (ODI World Cup) অভিযান শুরু হয়েছে জয় দিয়ে। তাও প্রবল শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে (Ind vs Aus)। ভারতীয় শিবিরের কোথায় ফুরফুরে থাকার কথা! কিন্তু তা হচ্ছে কই!
দলের অন্যতম সেরা ব্যাটিং অস্ত্র এখনও সুস্থ নন যে। শুভমন গিল (Shubman Gill) ডেঙ্গি আক্রান্ত। আফগানিস্তানের বিরুদ্ধে বুধবারের ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না। পরিবর্ত হিসাবে রোহিত শর্মার সঙ্গে সম্ভবত ওপেন করবেন ঈশান কিষাণই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলানো হয়েছিল কিষাণকে। কিন্তু ওপেনিংয়ে রান পাননি। কোনও রান না করে ফেরেন ড্রেসিংরুমে। কিন্তু উপায়ান্তর না থাকায় গিলের অনুপস্থিতিতে আফগানদের বিরুদ্ধেও সম্ভবত কিষাণকেই প্রথম একাদশে দেখা যাবে।
কিন্তু গিল? তাঁর কী আপডেট? ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, গিল চেন্নাইয়েই থেকে গিয়েছেন। রবিবার রাতে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচ খেলার পর সোমবার সকালেই রাজধানীর উদ্দেশে পাড়ি দেয় ভারতীয় দল। বুধবার, ১১ অক্টোবর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের পরের প্রতিপক্ষ রশিদ খান-মহম্মদ নবি-মুজিব ফর রহমানদের আফগানিস্তান। তবে সেই ম্যাচে খেলবেন না গিল।
ভারতীয় শিবির সূত্রে খবর, গিলকে আপাতত চিকিৎসকেরা সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ডেঙ্গি আক্রান্ত গিল খুবই দুর্বল হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে এক শহর থেকে আর এক শহরে যাতায়াতের ধকল আরও ক্লান্ত, অবসন্ন করে তুলতে পারে পাঞ্জাবের তারকাকে। সেই কারণে শুভমন চেন্নাইয়েই থেকে গিয়েছেন। চেন্নাইয়ের হোটেলে রেখেই গিলের চিকিৎসা করা হচ্ছে। স্যালাইন চলছে ডানহাতি তারকা ব্যাটারের। রক্তের প্লেটলেটের মাত্রা যাতে কমে না যায়, তার জন্য ফ্লুইড দেওয়া হচ্ছে। আপাতত দুর্বলতাই একমাত্র চিন্তার বিষয়। আপাতত কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে শুভমনকে। সেই কারণেই দিল্লিতে দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়নি তাঁকে।
নিউজ়িল্যান্ডের জয়
চার বছর আগে বিশ্বকাপ (ODI World Cup) ফাইনালে সেয়ানে সেয়ানে টক্কর দিয়েও নিয়মের জাঁতাকলে পড়ে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল। ধাক্কা খেয়েছিল প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। স্বপ্ন। শপথ।
সেই ব্যর্থতা কি এবার নিউজ়িল্যান্ড (NZ vs Ned) ক্রিকেটারদের আরও এককাট্টা, মরিয়া, দৃঢ়সংকল্প করে তুলেছে?
বিশ্বকাপের প্রথম দুই ম্য়াচে কিউয়ি দাপট দেখে ক্রিকেট বিশ্বে জোরাল আলোচনা শুরু হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে দুরমুশ করে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ডাচ কাঁটা উপড়ে ফেলল নিউজ়িল্যান্ড। ৯৯ রানে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল ব্ল্যাক ক্যাপস।
আর দলের জয়ে ব্যাটে-বলে নায়ক হয়ে উঠলেন মিচেল স্যান্টনার (Mitchell Santner)। আট নম্বরে নেমে ১৭ বলে অপরাজিত ৩৬ রান করে নিউজ়িল্যান্ডের ইনিংসকে তিনশো পার করলেন। পরে বল হাতে ১০ ওভারে ৫৯ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়ে ডাচ ইনিংসকে ধ্বংস করলেন। ম্যাচের সেরাও হয়েছেন স্যান্টনার।
অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট
মাঝে ১২৮ বছর। ফের একবার গ্রেটেস্ট শো অন আর্থে অংশীদার হচ্ছে ক্রিকেট। অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেট ফের একবার স্থান পাচ্ছে বলেই খবর। ব্রিটেনের বেশ কিছু সূত্র বিশ্ব ক্রিকেটের সর্বময় নিয়ামক সংস্থা আইসিসি-র (ICC) সূত্র উদ্ধৃত করে যে তথ্য জানিয়েছে। ১৯০০ প্যারিস অলিম্পিক্সে একবারই মাত্র সুযোগ পেয়েছিল ক্রিকেট। তারপর থেকে অলিম্পিক্সে আর দেখা যায়নি ক্রিকেটকে। আগামী বছর প্যারিসে অলিম্পিক্স। যার আগে তার পরের অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত করার খবর সামনে এল। যা জানা যাচ্ছে, চূড়ান্ত সিলমোহর পড়া শুধু সময়েরই অপেক্ষা।
ঠিক কটি দলের খেলা হবে, তা নিয়ে এখনও ভাবনাচিন্তা জারি। সূত্রের খবর, অলিম্পিক্সে টি ২০ ফর্মাটের যুদ্ধই হতে পারে। কারণ, অলিম্পিক কমিটি ইতিমধ্যে টি ১০ ফর্মাটের খেলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। পাশাপাশি এমন কোনও ফর্মাট তারা বেছে নিতে বলেছে, যেখানে বিশ্বকাপ আয়োজন হয় এবং যেখানে দর্শকদের টানটান উত্তেজনা পাওয়ার ভরপুর রসদ রয়েছে। আর এই দুটি প্রস্তাবের সুবাদেই একদিনের আন্তর্জাতিক ফর্মাটের বদলে সুযোগ বেড়েছে টি ২০-র। সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসেও দেখা গিয়েছিল, খেলা হয়েছিল কুড়ি ওভারের ফর্মাটেই।
পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বৈরথ
মাত্র তিন সপ্তাহ আগের ঘটনা। বাইশ গজে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা (Pak vs SL)। সেই ম্যাচের গুরুত্ব ছিল আরও বেশি। কারণ, যে দল জিতবে, এশিয়া কাপের ফাইনালে পৌঁছবে, এমন ছিল পরিস্থিতি। সেই ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে উঠেছিলেন দাসুন শনাকারা। স্বপ্নভঙ্গ হয়েছিল পাকিস্তানের।
দুই দেশই বিশ্বকাপে একটি করে ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে আহামরি কিছু না খেলেও জিতে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। আর শ্রীলঙ্কা হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।
পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ নিজামের শহর হায়দরাবাদে। যে শহরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলেছিল পাকিস্তান। আর বাবর আজ়ম (Babar Azam) বলে দিয়েছিলেন, মনেই হচ্ছে না দেশের বাইরে রয়েছি। হায়দরাবাদে এটাই পাকিস্তানের শেষ ম্য়াচ। তারপরই আমদাবাদের উদ্দেশে রওনা হয়ে যাবে পাক দল। নাসিম শাহর অনুপস্থিতিতে প্রথম ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন পেসার হ্যারিস রউফ। যা পাক শিবিরকে স্বস্তি দেবে।
স্টোকসকে ছাড়াই নামবে ইংল্যান্ড?
ভারতের উচ্চতম আন্তর্জাতিক ক্রিকেট মাঠ। ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার সেই মাঠে মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে পরীক্ষা ইংল্যান্ডের (Eng vs Ban)। শৈলশহরে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা কি নিজেদের ক্রিকেটীয় দক্ষতার শিখরে পৌঁছতে পারবেন?
প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ের সরণিতে ফেরার চ্যালেঞ্জ ইংরেজদের। আর সেই মঞ্চে তাঁদের সামনে এমন এক দেশ, যারা সীমিত ওভারের ক্রিকেটে প্রতিপক্ষ হিসাবে বিপজ্জনক। বাংলাদেশ। যারা প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে এই মাঠেই। তারও আগে এশিয়া কাপে ভারতকে হারিয়ে দেয়। এশিয়া সেরা হলেও সেই ক্ষত ভারতীয় শিবিরের কাছে কাঁটার মতোই হয়ে থাকবে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ার্ল্যান্ডের কাছে পরাজয়ের পরেও চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। তবে প্রথম একাদশ নিয়ে একটা অস্থিরতা কারও নজর এড়ায়নি। তার ওপর ২০১১ ও ২০১৫ - দুটি বিশ্বকাপে বাংলাদেশের কাছে পরাজয়ের দগদগে স্মৃতি রয়েছে ইংল্যান্ডের।
তবে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশকে ১০৬ রানে দুরমুশ করেছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ১৫৩ রান করে যিনি ইংরেজ শিবিরের জয়ের ভিত সাজিয়ে দিয়েছিলেন, সেই জেসন রয় এবারের বিশ্বকাপের দলে সুযোগ পাননি। সব মিলিয়ে বিশ্বকাপে ৪ সাক্ষাতে দুই দলই জিতেছে ২ বার করে।
অপসারিত পাক সঞ্চালক
বিশ্বকাপের (ODI World Cup) মাঝেই বিতর্ক বেঁধে গেল পাকিস্তানের এক সঞ্চালককে নিয়ে। এমনকী, ভারত ছাড়তে বাধ্য হলেন পাক মহিলা সঞ্চালক।
জাইনাব আব্বাস। অভিযোগ, এই পাক সঞ্চালক ভারত এবং হিন্দু বিরোধী মন্তব্য করেছিলেন এক সময়। নতুন করে জলঘোলা শুরু হয়েছে তা নিয়ে। শেষ পর্যন্ত ভারত ছাড়তে বাধ্য হলেন পাকিস্তানি সঞ্চালক।
বিশ্বকাপে আইসিসির সঞ্চালকদের তালিকায় ছিলেন জাইনাব। বিশ্বকাপের জন্যই ভারতে এসেছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্টের প্রথম সপ্তাহেই ভারত ছাড়তে হল তাঁকে। হিন্দু ধর্মের প্রতি অপমানজনক মন্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে দিল্লির সাইবার সেলে অভিযোগ করা হয়েছিল বলে খবর। তারই ফল হিসেবে ভারত ছাড়তে হল জাইনাবকে। আপাতত তিনি দুবাইয়ে আছেন।