Sports Highlights: সানরাইজার্সের দিল্লি বধ, আজ নাইটদের সামনে বিরাটরা, দেখে নিন খেলার সেরা খবরের এক ঝলক
Todays Sports Highlghts: শনিবারের খেলার সেরা খবরগুলো এক ঝলকে -
কলকাতা: আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট টেবিলেও দুই নম্বরে উঠে এল প্যাট কামিন্সের দল।
সানরাইজার্সের জয়
বিশাল রানের লক্ষ্যমাত্রা। ২৬৭ রান তাড়া করতে নেমে কতটা লড়াই করতে পারবে দিল্লির ব্যাটাররা, তা নিয়ে সংশয় ছিলই। তবুও কিছুটা লড়াই দিয়েছিলেন পন্থরা। কিন্তু পারলেন না শেষ পর্যন্ত। ১৯৯ রানেই গুটিয়ে গেল দিল্লির ইনিংস। আরও একটা জয় ছিনিয়ে নিল হায়দরাবাদ শিবির। প্যাট কামিন্সের দল পয়েন্ট টেবিলেও টেক্কা দিল কেকেআরকে। তাঁদের সরিয়ে দুই নম্বরে উঠে এল সানরাইজার্স। এই মুহূর্তে কেকেআর রয়েছেন তিন নম্বরে। সানরাইজার্স ৭ ম্য়াচ খেলে পাঁচটি জিতেছে। অন্যদিকে কেকেআর ৬ ম্য়াচ খেলে চার ম্য়াচে জয় পেয়েছে এখনও পর্যন্ত।
আজ ইডেনে কেকেআর-বেঙ্গালুরু দ্বৈরথ
রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (KKR vs RCB)। এবারের আইপিএলে (IPL 2024) কলকাতায় একমাত্র যে ম্যাচ নিয়ে টিকিটের হাহাকার। বিরাট-দর্শনের সুযোগ যে! তাই চুলোয় যাক গরম। নিকুচি করেছে তাপপ্রবাহের। মাঠে থাকা চাই-ই চাই।আর সেই ম্যাচের আগের দিন কি না ইডেনে খোশমেজাজে গল্প-খুনসুটিতে মেতে বিরাট কোহলি (Virat Kohli) আর গৌতম গম্ভীর (Gautam Gambhir)! চোখ কচলেও দৃশ্যটা বদলাল না। বরং দুজনের খোশগল্প আরও গাঢ় হল।
ধোনির রেকর্ড ভাঙলেন কে এল
আইপিএল ধোনির থেকে বেশি অর্ধশতরান হাঁকানোর নজির গড়েন কে এল। গতকাল সিএসকের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে রান তাড়া করে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ সুপারজায়ান্টস। ম্য়াচে অর্ধশতরান হাঁকালেন এলএসজি অধিনায়ক।
সেমিতে বাগানের সামনে ওড়িশা
আইএসএলের (ISL) প্রথম সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে ওড়িশা এফসি (Mohun Bagan Super Giant vs Odisha FC)। শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ৮৬ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকার পরও ২-১-এ ম্যাচ জিতে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। অতিরিক্ত সময়ে ম্যাচের ফয়সালা হয়।
পল নিয়েরির উদ্যোগ
উদ্দেশ্য দেশের ক্রীড়াপ্রেমী তরুণ প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আর সেই কারণেই এবার স্পোর্টস অ্য়াকাডেমি গড়ে উঠতে চলেছে বাংলায়। ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ পল নিয়েরির উপস্থিতিতে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল। পল নিজেও অ্যাকাডেমির সঙ্গে যুক্ত থাকবেন। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বিষয়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পল। ছিলেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকারও।