SRH vs LSG, IPL 2023 Live: এক ওভারেই ম্যাচের মোড় ঘুরল! সানরাইজার্সকে ৭ উইকেটে হারাল লখনউ
IPL 2023, Match 58, SRH vs LSG: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুইবার মুখোমুখি লড়াইয়ে দুইবারই জিতেছে লখনউ।
LIVE
Background
হায়দরাবাদ: একদিকে মরণ-বাঁচন পরিস্থিতি। এক ম্যাচ হারলেই প্লে অফের দৌড় থেকে বিদায়ঘণ্টা বেজে যাওয়া। অন্যদিকে আট দিনে চার ম্যাচের ধকল। ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টস (SRH vs LSG) ম্যাচের আগে জোড়া চাপে সানরাইজার্স হায়দরাবাদ।
শনিবার বিকেলের ম্যাচ। তার আগে স্বস্তিতে নেই লখনউ সুপার জায়ান্টসও। চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক কে এল রাহুল। পাশাপাশি শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে লখনউ। শেষ জয় এসেছিল প্রায় ২ সপ্তাহ আগে। তারপর থেকে সমস্যায় জর্জরিত লখনউ।
তবে টানা দ্বিতীয়বার প্লে অফে ওঠার লড়াই থেকে এখনও ছিটকে যায়নি। তবে প্লে অফ নিশ্চিত করতে হলে বাকি তিন ম্যাচের মধ্যে দুটি জিততে হবে লখনউকে। যার মধ্যে একটি ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে।
দুই দলের তিন লেগস্পিনারকে নিয়েও চর্চা চলছে। লখনউয়ের রবি বিষ্ণোই ও অমিত মিশ্র। হায়দরাবাদের ময়ঙ্ক মারকাণ্ডে। উপ্পল স্টেডিয়ামের বড় মাঠে স্পিনারদের আক্রমণ করা সহজ হবে না কোনও দলেরই। দুই দলের প্রথম সাক্ষাতে লখনউ সুপার জায়ান্টস সহজেই জিতেছিল। ৫ উইকেটে। সেই ম্যাচেও স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের ৯ নম্বর থেকে উঠে আসবে হায়দরাবাদ। ২ পয়েন্ট পেলে প্রথম চারে জায়গা আরও কিছুটা মজবুত করবে লখনউ। শেষ হাসি কাদের জন্য তোলা থাকবে?
SRH vs LSG Live Score: দুরন্ত জয়
মাত্র ১৩ বলে অপরাজিত ৪৪ রানের বিধ্বংসী ইনিংসে লখনউকে সাত উইকেটে দুরন্ত জয় এনে দিলেন নিকোলাস পুরান। চার বল বাকি থাকতেই ১৮৩ রানের লক্ষ্যে পৌঁছে গেল লখনউ।
SRH vs LSG Match: এক ওভারেই ম্যাচ বদল?
অভিষেকের ১৬তম ওভারে তিনি মার্কাস স্টোইনিসকে ৪০ রানে সাজঘরে ফেরালেও, বাকি পাঁচ বলেই ছক্কা খেলেন। অভিষেকের বলে নিকোলাস পুরান তিনটি এবং স্টোইনিস দুইটি ছয় মারেন। ১৬ ওভার শেষে লখনউয়ের স্কোর ১৪৫/৩। এই ম্যাচের রঙ এই এক ওভারেই বদলে যায় কি না, সেটাই দেখার।
SRH vs LSG Live Score: চাপে লখনউ
১৮৩ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে কার্যত ধুঁকছে লখনউ। ১২ ওভার শেষে স্কোর ৭৫/২। জয়ের জন্য ক্রুণালদের ৪৮ বলে আরও ১০৮ রান করতে হবে।
SRH vs LSG Match: পাওয়ার প্লে-তে মাত্র ৩০
সানরাইজার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে একেবারেই দ্রুতগতিতে রান তুলতে পারছেন না লখনউয়ের ব্যাটাররা। পাওয়ার প্লেতে উঠল মাত্র ৩০ রান।
SRH vs LSG Live Score: সানরাইজার্সের ভাল শুরু
বল হাতে ফজলহক ফারুখি ও ভুবনেশ্বর কুমার শুরুটা বেশ ভালই করেছেন। ৩ ওভার শেষে লখনউয়ের স্কোর বিনা উইকেটে ১২।