Sri Lanka WC 2023 Squad: আশঙ্কাই সত্যি হল, নেই হাসারাঙ্গা, বিশ্বকাপের ১৫ সদস্যের শ্রীলঙ্কা দলের নেতৃত্বে শনাকাই
Srilanka Cricket: এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ফাইনালে হারের পর শোনা যাচ্ছিল যে দাসুন শনাকা হয়ত নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন। সেই ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে মাত্র ৫০ রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা।
![Sri Lanka WC 2023 Squad: আশঙ্কাই সত্যি হল, নেই হাসারাঙ্গা, বিশ্বকাপের ১৫ সদস্যের শ্রীলঙ্কা দলের নেতৃত্বে শনাকাই Sri Lanka announced their ODI World Cup 2023 squad Dasun Shanaka to lead side Sri Lanka WC 2023 Squad: আশঙ্কাই সত্যি হল, নেই হাসারাঙ্গা, বিশ্বকাপের ১৫ সদস্যের শ্রীলঙ্কা দলের নেতৃত্বে শনাকাই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/26/133c83d8cafd25e87ea6c8b0763c0d121695737788129206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলম্বো: আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দলের নেতৃত্বে দাসুন শনাকাই। তাঁর ডেপুটি বেছে নেওয়া হয়েছে কুশল মেন্ডিসকে। তবে তারকা লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে রাখা হয়নি স্কোয়াডে। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্যই এই বিশ্বকাপে খেলা হবে না তারকা লেগির। ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব দলগুলোকেই বিশ্বকাপের জন্য তাঁদের স্কোয়াড পাঠাতে হবে। সেই মত নির্দিষ্ট দিনের ২ দিন আগেই স্কোয়াড ঘোষণা করে ফেলল শ্রীলঙ্কা।
এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ফাইনালে হারের পর শোনা যাচ্ছিল যে দাসুন শনাকা হয়ত নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন। সেই ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে মাত্র ৫০ রানে অল আউট হয়ে গিয়েছিল লঙ্কা বাহিনী। লজ্জার হারের মুখে পড়তে হয়েছিল তাঁদের। তবে বিশ্বকাপের জন্য শনাকার ওপরই ভরসা রাখল লঙ্কা ক্রিকেট বোর্ড। ২০২২ এশিয়া কাপে এই শনাকার নেতৃত্বেই খেতাব ঘরে তুলেছিল শ্রীলঙ্কা শিবির। তাই এবার তাঁর ওপরই ভরসা রাখা হল।
এদিকে কাঁধের চোট সারিয়ে না উঠতে পারায় দুসমন্ত চামিরাও ছিটকে গিয়েছেন বিশ্বকাপের স্কোয়াড থেকে। তবে দিলসান মাধুশনাকা ও লাহিরু কুমারা ২ জনেই ফিরে এসেছেন স্কেয়াাডে।
শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শনাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিশানকা, দিমূথ করুণারত্নে, সাদিরা সমরাউইক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দুশন হেমন্থ, মাহিস থিকসানা, দুনিথ ওয়ালালাগে, কসুন রজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা, দিলসান মাধুশনাকা
উল্লেখ্য, বিশ্বকাপের মত মঞ্চে হাসারাঙ্গা না খেললে তা বড় ধাক্কা লঙ্কা শিবিরের জন্য। এশিয়া কাপের ফাইনালে লজ্জার হার হারতে হয়েছে শনাকাদের। শেষ ২টো টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারি ছিলেন হাসারাঙ্গা। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন হাসারাঙ্গা। শ্রীলঙ্কা মেডিক্যাল দলের সদস্য অর্জুন ডি সিলভা জানিয়েছিলেন, "আমরা বিদেশের চিকিৎসকদের সঙ্গে কথা বলছি। চেষ্টা করছি যাতে দ্রুত ওকে সুস্থ করে তোলা যায়। তবে যদি সত্যিই সার্জারির প্রয়োজন হয়, তবে হয়ত আগামী তিন মাসের জন্য মাঠের বাইরে বেরিয়ে যাবে হাসারাঙ্গা। সেক্ষেত্রে বিশ্বকাপে ওকে পাওয়া যাবে না।''
বিশ্বকাপ অভিযান শুরুর আগে শ্রীলঙ্কা দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। ২৯ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে নামবে তারা। এরপর ২ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে নামবে শনাকা বাহিনী। আগামী ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে লঙ্কা বাহিনী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)