Bhanuka Rajapaksa Retrirement: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে
Bhanuka Rajapaksa Retrirement: বুধবার তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (Sri Lanka Cricket Board) নিজের অবসরের (retirement) চিঠি দিয়েছেন। পারিবারিক কারণে এই সিদ্ধান্ত বলে জনিয়েছেন তিনি।
কলম্বো: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে। বুধবার তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (Sri Lanka Cricket Board) নিজের অবসরের (retirement) চিঠি দিয়েছেন। পারিবারিক কারণে এই সিদ্ধান্ত বলে জনিয়েছেন তিনি। নিজের বিবৃতিতে তিনি লিখেছেন, ''আমি একজন প্লেয়ার, স্বামী হিসেবে আমার দায়িত্বের কথা খুব যত্ন সহকারে বিবেচনা করেছি এবং পিতৃত্ব ও সংশ্লিষ্ট পারিবারিক কারণের জন্য এই সিদ্ধান্ত নিচ্ছি।''
বয়স মাত্র ৩০ বছর। তাহলে কেন এত কম বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন? প্রশ্নের উত্তর নেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছেও। দেশের হয়ে ৫টি ওয়ান ডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন রাজাপক্ষে। গত বছর জুলাইয়ে ওয়ান ডে অভিষেক হয় ভারতের বিরুদ্ধে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও রাজাপক্ষের পারফরম্যান্স ছিল বেশ ভাল। দেশের হয়ে ৮ ম্যাচে ১৫৫ রান করেছিলেন তিনি।
🚨 JUST IN: Sri Lanka batter retires from international cricket.
— ICC (@ICC) January 5, 2022
Details 👇 https://t.co/tOZ8FYb01I
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে নাকি রাজাপক্ষের পারিবারিক কারণ দেখিয়ে অবসরের যুক্তিকে আমল দেওয়া হয়নি। অনেকেই তাঁর এই সিদ্ধান্তে বেশ বিরক্ত। তবে লঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন নির্দেশিকাই কি চাপে ফেলে দিয়েছিল এই ক্রিকেটারকে? অনেকে সেদিকেও আঙ্গুল তুলছেন। লঙ্কা বোর্ড প্রতি মাসে এখন ক্রিকেটারদের ফিটনেস রিপোর্ট জমা দিতে বলেছেন। যে রিপোর্টের প্রভাব পড়বে ক্রিকেটারদের বেতনেও। এমনকী দল থেকেও বাদ পড়তে পারেন, হয়ত সেই কোথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন রাজাপক্ষে, অনেকেই তেমন মনে করছেন।
কিছুদিন আগেই, মাত্র ২৯ বছর বয়সেই ডি ককের সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে হারের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন ডি কক। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ''এই সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ কাজ ছিল না। প্রচুর সময় লেগেছে আমার এই সিদ্ধান্তে পৌঁছতে। আমি দীর্ঘ সময় ধরে ভাবার পরেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমার ভবিষ্যৎ কী হবে, আমার প্রায়োরিটি কী হবে এইসব কিছু মাথায় রেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার জীবনের প্রায়োরিটি এই মুহূর্তে সাসা এবং আমি আমাদের নতুন সদস্যকে পরিবারে স্বাগত জানাতে চলেছি।''