এক্সপ্লোর
Advertisement
দেখুন: বাউন্ডারির ধারে অ্যালেক্স রসের ক্যাচ ধরার দুরন্ত প্রয়াস ব্যর্থ, একই ধরনের প্রচেষ্টায় সাফল্য অ্যালেক্স হেলসের
অস্ট্রেলিয়ায় চলতি টি ২০ বিগ ব্যাশ লিগের ম্যাচে শুক্রবার অস্ট্রেলিয়ার আনক্যাপড ব্যাটসম্যান অ্যালেক্স রসের বাউন্ডারির ধারে একটি দুরন্ত ক্যাচ ধরার প্রয়াস দর্শকদের নজর কেড়ে নিল। শুক্রবার হোবার্ট হ্যারিকেন্স ও সিডনি থান্ডারের মধ্যে ম্যাচে এই ঘটনা ঘটল। যদিও তাঁর দলের সহ খেলোয়াড় ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস অবিশ্বাস্য অ্যাথলেটিজমে একই ধরনের ক্যাচ নিয়ে তাক লাগিয়ে দিলেন।
হোবার্ট: অস্ট্রেলিয়ায় চলতি টি ২০ বিগ ব্যাশ লিগের ম্যাচে শুক্রবার অস্ট্রেলিয়ার আনক্যাপড ব্যাটসম্যান অ্যালেক্স রসের বাউন্ডারির ধারে একটি দুরন্ত ক্যাচ ধরার প্রয়াস দর্শকদের নজর কেড়ে নিল। শুক্রবার হোবার্ট হ্যারিকেন্স ও সিডনি থান্ডারের মধ্যে ম্যাচে এই ঘটনা ঘটল। যদিও তাঁর দলের সহ খেলোয়াড় ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস অবিশ্বাস্য অ্যাথলেটিজমে একই ধরনের ক্যাচ নিয়ে তাক লাগিয়ে দিলেন। বিগ ব্যাশ লিগ তাদের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে দুটি ক্যাচের প্রয়াসেরই ভিডিও শেয়ার করেছে। ট্যুইটারে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে ফিল্ডিংয়ের দক্ষতার এই দুটি ভিডিও।
সিডনি থান্ডার্সের বোলার গুরিন্দার সান্ধু পঞ্চম ওভারে বল করতে আসেন। ওই ওভারের পঞ্চম বলে হোবার্ট হ্যারিকেন্সের বোলার ম্যাক আলিস্টার রাইট স্কোয়ার লেগে ফ্লিক করেন। বল বাউন্ডারির ওপারে চলে যাওয়ার মুখে রস অনেকটা দৌড়ে এসে বল ধরেই শূন্যে ছুঁড়ে দেন। কারণ, ততক্ষণে তিনি বুঝতে পারেন যে, শরীরের ভারসাম্য বজায় রেখে বাউন্ডারির ভেতরে থাকতে পারবেন না তিনি। এরপর বাউন্ডারির বাইরে থেকেই ঝাঁপিয়ে ভেতরে এসে বলটি তালুবন্দী করার চেষ্টা করেন তিনি। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। বল বাউন্ডারির দড়ির দিকে গড়িয়ে যায়। ব্যাটসম্যান চার রান পেয়ে যান।
এরপর ১৩ তম ওভারে অর্জুন নায়ারের পঞ্চম বল হেলস একই ধরনের প্রয়াসে অসাধারণ ক্ষিপ্রতায় ক্যাচ নিয়ে ডেভিড মিলারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। এই ম্যাচে অবশ্য সিডনি থান্ডার্স ৫৭ রানে হেরে গিয়েছে।Oh, whoa, oh! Nooooo! Alex Ross has nearly taken the catch of the MILLENNIUM! #BBL09 pic.twitter.com/GeEitKrl1r
— KFC Big Bash League (@BBL) January 24, 2020
Alex Ross couldn't quite pull it off... Alex Hales could! ???????????? #BBL09 pic.twitter.com/E0yR1WZhCl
— KFC Big Bash League (@BBL) January 24, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement