এক্সপ্লোর
ভারতীয় দলের উত্তরণের জন্য সিডনি টেস্ট জেতা জরুরি, মত বিরাটের
![ভারতীয় দলের উত্তরণের জন্য সিডনি টেস্ট জেতা জরুরি, মত বিরাটের Sydney win will be great achievement as team started transition here: Kohli ভারতীয় দলের উত্তরণের জন্য সিডনি টেস্ট জেতা জরুরি, মত বিরাটের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/01/02143511/atPdp7tqit.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সিডনি: ইতিহাস নিয়ে মাথা না ঘামালেও, সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে জয় চাইছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। কারণ, তাঁর মতে ভারতীয় দলের উত্তরণের জন্য এই জয় জরুরি।
চার বছর আগে মহেন্দ্র সিংহ ধোনির বদলে বিরাট যখন ভারতের টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হন, তখন এই ফর্ম্যাটে তাঁদের র্যাঙ্কিং ছিল সাত। এখন ভারতীয় দল টেস্টে এক নম্বরে। চলতি সিরিজে ২-১ এগিয়ে যাওয়ার ফলে বর্ডার-গাওস্কর ট্রফি দখলে রেখেছে ভারত। কাল থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্ট জিতে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ই ভারতীয় দলের লক্ষ্য।
এ বিষয়ে বিরাট বলেছেন, ‘চার বছর ধরে আমি টেস্ট দলের অধিনায়ক। আমি এই নিয়ে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে এসেছি। এখানে জেতা কতটা কঠিন সেটা আমি জানি। এবার যদি সিরিজ জিততে পারি, তাহলে সেটা বড় কৃতিত্বের হবে। অস্ট্রেলিয়ায় জেতাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের। গত দু’টি সফরে ব্যক্তিগত পারফরম্যান্সের কথা কারও মনে নেই।’
বিরাট আরও বলেছেন, ‘ভাল পারফরম্যান্স দেখিয়ে কোনও খেলোয়াড় ব্যক্তিগত সম্মান পেতেই পারে, কিন্তু দল না জিতলে সেটার কোনও গুরুত্ব নেই। এখানে আমরা জিততে পারলে সেটা শুধু আমার কাছেই না, গোটা দলের কাছে বড় জয় হবে। এখান থেকেই আমাদের উত্তরণ শুরু হয়েছিল। ২০১৪ সালে সিডনিতেই মহেন্দ্র সিংহ ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেন। তরুণ দল নিয়ে আমরা ৬ বা ৭ নম্বর র্যাঙ্কিং থেকে খেলা শুরু করি। আমরা বিশ্বের এক নম্বর দল হিসেবে এখানে ফিরে এসেছি। সেই উত্তরাধিকার এগিয়ে নিয়ে যেতে চাই। গত বছরের শেষটা ভাল হয়েছিল। নতুন বছরের শুরুটাও ভাল করতে চাই। সিডনি টেস্ট জেতার জন্য সর্বস্ব দেব। দলের সবাই জিততে চায়।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)