Syed Mushtaq Ali T20: দুরন্ত সুদীপ, শক্তিশালী উত্তরপ্রদেশকে হারিয়ে দিল ঋদ্ধিমানের ত্রিপুরা
Tripura vs Uttar Pradesh: দ্বিতীয় ম্যাচে ঋদ্ধিমান ব্যর্থ হলেও রজত দে-কে সঙ্গে নিয়ে ত্রিপুরাকে ম্যাচ জেতালেন সুদীপ। শক্তিশালী উত্তরপ্রদেশকে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে হারাল ত্রিপুরা।
জয়পুর: গোয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে হারতে হয়েছিল বাংলা ছেড়ে ত্রিপুরায় যোগ দেওয়া ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), সুদীপ চট্টোপাধ্যায়দের (Sudip Chatterjee)। দ্বিতীয় ম্যাচে ঋদ্ধিমান ব্যর্থ হলেও রজত দে-কে সঙ্গে নিয়ে ত্রিপুরাকে ম্যাচ জেতালেন সুদীপ। শক্তিশালী উত্তরপ্রদেশকে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে হারাল ত্রিপুরা।
জয়পুরে এলিট-বি গ্রুপের ম্যাচে টস জিতে উত্তরপ্রদেশকে শুরুতে ব্যাট করতে পাঠান ত্রিপুরা অধিনায়ক ঋদ্ধিমান সাহা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৩ রান তোলে উত্তরপ্রদেশ। ব্যাট হাতে নজর কাড়তে পারেননি রিঙ্কু সিংহ। তিনি ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৪ রান করে আউট হন। আকাশদীপ নাথ দলের হয়ে সব থেকে বেশি ৩৭ রান করেন। এছাড়া কর্ণ শর্মা ১২, আরিয়ান জুয়েল ১৪, প্রিয়ম গর্গ ৩১, সমীর চৌধুরী ১৭, দিব্যাংশ যোশী ১৯ রান করেন।
ত্রিপুরার হয়ে পারভেজ সুলতান ২৯ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন মনিশঙ্কর মুরাসিংহ, অভিজিৎ সরকার ও শঙ্কর পাল। রান তাড়া করতে নেমে ত্রিপুরা ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৬ রান তুলে নেয়। ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে তারা। সুদীপ চট্টোপাধ্যায় ৪৯ রানে অপরাজিত থাকেন। ৪৪ বলের ইনিংসে তিনি ৪টি চার মারেন তিনি। রজত দে ২১ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। ঋদ্ধি ১২ বলে ৭ রান করে আউট হন। ৩২ বলে ৩৮ রান করেন বিক্রম কুমার দাস। শুভম ঘোষ ১০ ও শ্রীদাম পাল ২ রান করে আউট হন।
উত্তরপ্রদেশের হয়ে ২টি উইকেট নেন কর্ণ শর্মা। ১টি করে উইকেট নেন শিবা সিংহ ও শিবম শর্মা।
আরও পড়ুন: বোর্ডে সৌরভের ব্রাত্য হওয়ার মঞ্চেই আইপিএল গভর্নিং কাউন্সিলে ঢোকার পথে অভিষেক