Syed Mushtaq Ali Trophy 2021-22: ঝোড়াে অর্ধশতরান সুদীপের, মুস্তাকে দুরন্ত জয় বাংলার
Syed Mushtaq Ali Trophy 2021-22: ছত্তীশগঢ়, বঢোদরাকে হারিয়ে জোড়া জয় দিয়ে অভিযান শুরু করলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফির তৃতীয় ম্যাচে ধাক্কা খেতে হয়েছিল। কিন্তু সার্ভিসেসের বিরুদ্ধে জয় পেল বাংলা।
গুয়াহাটি: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে নিজেদের জয় ছিনিয়ে নিল বাংলা ক্রিকেট দল। জয়ের সরণীতে ধাক্কা খেতে হয়েছিল মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে। কিন্তু ফের স্বমহিমায় সুদীপ চট্টোপাধ্যায়ের দল। সোমবার সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে নিজেদের চতুর্থ ম্যাচে সার্ভিসেসকে একপেশে লড়াইয়ে ৯ উইকেটে হারিয়ে দিল বঙ্গ বাহিনী।
এদিন প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার অধিনায়ক সুদীপ। ম্যাচের প্রথম বলেই রান আউট হয়ে ফিরে যান সার্ভিসেসের ওপেনার আনসুল গুপ্তা। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি সার্ভিসেস। ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকেন তারা। অধিনায়ক রাহুল সিংহ ১৫ রান করে ফির যান। বাংলার বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯০ রানই তুলতে পারে সার্ভিসেস। বাংলার বোলারদের মধ্যে ২ উইকেট পান প্রদীপ্ত প্রামাণিক। একটি করে উইকেট নেন মুকেশ কুমার, ঋত্বিক চট্টোপাধ্যায়, করণ লাল, আকাশ দীপ।
জবাবে ব্যাট করতে নেমে ২৮ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেন সুদীপ চট্টোপাধ্যায়। তাঁর অধিনায়কোচিত ইনিংসের সুবাদেই ম্যাচে একপেশে জয় নিশ্চিত করে নেয় বাংলা। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান সুদীপ। তিনি আউট হলেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন অভিমন্যু ঈশ্বরণ। ৩২ রান করে অপরাজিত থাকেন তিনি। ১০.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ম্যাচ পকেটে পুরে নেয় তারা। ম্যাচে জয়ের পর বাংলা অধিনায়ক সুদীপ বলেন, 'আগের ম্যাচে খুব সূক্ষ মার্জিনে ম্যাচে জয় পেয়েছিলাম। তাই পরের ২ ম্যাচে জয় দরকার ছিল। এরকম একপেশে জয় ছেলেদের মনোবল বাড়িয়ে দেব। বোলাররা অল্প রানে প্রতিপক্ষকে আটকে রাখতে পেরেছিল। এরপর রান রেট ওপরের দিকে রাখাই একমাত্র লক্ষ্য ছিল আমাদের। সেই মতো দ্রুত রান তাড়া করে জয় পেয়েছি আমরা।' তিনি আরও বলেন, 'স্পিনাররা দারুণ পারফর্ম করেছে গোটা ম্যাচে। পিচে সঠিক জায়গায় বল রেখেছে সব সময়। মোমেন্টাম ধরে রেখেছিল তারা সব সময়। আগামী ম্যাচও নিজেদের সেরাটা দিতে চাই।'
ছত্তীশগঢ়, বঢোদরাকে হারিয়ে জোড়া জয় দিয়ে অভিযান শুরু করলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফির তৃতীয় ম্যাচে হোঁচট খেল বাংলা। আজিঙ্কা রাহানে, পৃথ্বী শা-র মুম্বইয়ের কাছে ১০ রানে হার মানতে হল ঋদ্ধি-সুদীপদের। বারসাপাড়া এসিএ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান তোলে মুম্বই। জবাবে বাংলার ইনিংস থেমে যায় ১২১ রানেই। একসময় ঋত্বিক রায়চৌধুরী (৩০) ও কাইফ আহমেদ (৩১) যখন রান তাড়া করছিলেন তখন দারুণভাবেই এগোচ্ছিল বঙ্গব্রিগেড। কিন্তু দ্রুত ব্যবধানে তারা দু'জনই সাজঘরে ফিরে যাওয়ায় আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলার টেল-এন্ড। ৮ উইকেটে ১২১ রানেই ২০ ওভার শেষে থামে বাংলার ইনিংস।