T20 World Cup 2021: কোয়ালিফায়ার রাউন্ডের জোড়া ম্যাচ দিয়ে আজ শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
T20 World Cup 2021: সদ্য শেষ হয়েছে আইপিএল। আইপিএলের রোমাঞ্চ শেষ হতে হতেই ফের এবার সংযুক্ত আরব আমিরশাহিতে কুড়ির ক্রিকেটের আসর। ২৪ অক্টোবর টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে বিরাট বাহিনী
দুবাইঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গেল। রবিবার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ওমান ও পাপুয়া নিউ গিনি। সদ্য শেষ হয়েছে আইপিএল। আইপিএলের রোমাঞ্চ শেষ হতে হতেই ফের এবার সংযুক্ত আরব আমিরশাহিতে কুড়ির ক্রিকেটের আসর। সুপার ১২ থেকে চারটে দল নির্ধারণ করা হবে। আজ থেকে শুরু হয়ে গেল বাছাই পর্বের ম্যাচ। ওমান ক্রিকেট অ্যাকাডেমির মাঠে বিকেল ৩.৩০ থেকে শুরু হয়েছে ম্যাচ। এরপর সন্ধ্যা ৭.৩০ থেকে শুরু বাংলাদেশ বনাম স্কটল্যান্ড ম্যাচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৪ অক্টোবর টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে বিরাট বাহিনী। প্রথম ম্যাচেই তাঁদের সামনে পাকিস্তান। আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ওমান ও আমিরশাহিতে চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আটটি দল যোগ্যতা অর্জন পর্বে লড়াই করবে সুপার ১২ তে সুযোগ করে নেওয়ার জন্য। এই আটটি দেশকে ২টো ভাগে ভাগ করা হয়েছে। গ্রুপ এ তে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া ও শ্রীলঙ্কা। গ্রুপ বি তে রয়েছে ওমান, পাপুয়া নিউগিনি, বাংলাদেশ ও স্কটল্যান্ড। প্রতিটি গ্রুপের প্রথম ২টো দল সুপার ১২ তে জায়গা করে নিতে পারবে।
সুপার ১২ তে দ্বিতীয় গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। ২৪ তারিখ প্রথম ম্য়াচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩১ অক্টোবর খেলতে নামবে বিরাট বাহিনী। ৩ নভেম্বর প্রতিপক্ষ আফগানিস্তান। বাকি দুটো জায়গায় গ্রুপ এ-র রানার্স আপ ও গ্রুপ বি-র বিজয়ী দল জায়গা করে নেবে। এছাড়াও সুপার ১২ তে গ্রুপ ওয়ানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
ভারত ও পাকিস্তান শেষবার মুখোমুখি হয়েছিল ২০১৯ বিশ্বকাপে। ওই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারত। এখনও পর্যন্ত একদিনের বিশ্বকাপ ও টি ২০ বিশ্বকাপে ভারতের কাছে সব ম্যাচেই হেরেছে পাকিস্তান।