IND vs NED Match Highlights: টি-২০ বিশ্বকাপে দুরন্ত টিম ইন্ডিয়া, ৫৬ রানে হারাল ডাচদের
T20 World Cup 2022: প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া।
সিডনি: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের জয়রথ দৌড়চ্ছে। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। ভারতের ১৭৯/২ স্কোর তাড়া করতে নেমে মাত্র ১২৩/৯ স্কোরে থেমে গেলেন ডাচরা। ভারত ম্যাচ জিতল ৫৬ রানে।
ত্রয়ীর ব্যাটে ঝড়
নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটার রোহিতের দিকে এই ম্যাচে বিশেষ নজর ছিল। তিনি হতাশ করেননি। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩৯ বলে ৫৩ রান করে ফিরলেন রোহিত। ব্যক্তিগত ১৩ রানের মাথায় ফ্রেড ক্লাসেনের বলে রোহিতের ক্যাচ ফেলেছিলেন টিম প্রিঙ্গল। হাফসেঞ্চুরি করে তার সদ্বব্যবহার করলেন রোহিত। তাঁর ইনিংসে তিনটি ছক্কা মেরেছেন হিটম্যান।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে স্মরণীয় অর্ধশতরানের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধেও অর্ধশতরান করলেন বিরাট কোহলি। ডাচ বোলাররা শুরুর দিকে ভাল বোলিং করে ভারতীয় ব্য়াটারদের বেঁধে রাখতে সক্ষম হলেও শেষমেশ নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটের বিনিময়ে ১৭৯ রান তোলে ভারত। তবে কে এল রাহুলের হতাশাজনক পারফরম্যান্স চলছে। মাত্র নয় রানে সাজঘরে ফেরেন রাহুল। রাহুল আউট হলেও, দলের দুই সবচেয়ে অভিজ্ঞ তারকা বিরাট ও রোহিত ভারতীয় ইনিংসের হাল ধরেন। জ্বলে উঠলেন সূর্যকুমার যাদবও। ২৫ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন স্কাই। কোহলি ও সূর্য মিলে তৃতীয় উইকেটে ভারতের হয়ে ৯৫ রান যোগ করেন।
রান তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। ইনিংসের তৃতীয় ওভারে মাত্র ১ রান করে ফেরেন ওপেনার বিক্রমজিৎ সিংহ। টিম প্রিঙ্গল ১৫ বলে ২০ রান করেন। তিনিই ডাচদের সর্বোচ্চ স্কোরার। ভারতীয় বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংহ, আর অশ্বিন ও অক্ষর পটেল ২টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন সূর্যকুমার যাদব।
আরও পড়ুন: ভাঙল যুবরাজের রেকর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন কীর্তি রোহিতের