T20 World Cup: নামিবিয়া-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
SL vs NAM: নিজেদের শেষ সাক্ষাৎকারে নামিবিয়ার বিরুদ্ধে ছয় ওভারেরও বেশি বাকি রেখে সাত উইকেটে ম্যাচ জিতে নিয়েছিলে শ্রীলঙ্কা।
জিলঙ: আজ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) মহারণ। ৪৫টি ম্যাচের মেগা টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নামিবিয়ার মুখোমুখি হচ্ছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা (SL vs NAM) দল। একদিকে নিজেদের প্রত্যাবর্তনের যাত্রা চালিয়ে যেতে বদ্ধপরিকর শ্রীলঙ্কা। অপরদিকে, বিশ্বক্রিকেটে উঠতি দলগুলির অন্যতম নামিবিয়া নিজেদের দক্ষতা প্রমাণে মরিয়া। অস্ট্রলিয়ার ভিক্টোরিয়ার জিলঙে তাই বিশ্বকাপের প্রথম ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল।
কোথায় আয়োজিত হচ্ছে শ্রীলঙ্কা-নামিবিয়ার ম্য়াচটি?
রবিবার, ১৬ অক্টোবর ভিক্টোরিয়ার জিলঙে আয়োজিত হবে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচটি।
কোন চ্যানেলে দেখবেন?
শ্রীলঙ্কা-নামিবিয়ার ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
মোবাইলে কোথায় দেখা যাবে?
শ্রীলঙ্কা-নামিবিয়ার ম্যাচ মোবাইলে হটস্টার অ্যাপে দেখা যাবে।
ক'টা থেকে শুরু ম্যাচ?
ভারতীয় সময় অনুযায়ী সকাল ৯.৩০টা থেকে শুরু ম্যাচ। খেলা শুরুর আধ ঘণ্টা আগে ৯টা নাগাদ টস হবে।
গত সাক্ষাৎকারের ফলাফল
এই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে শ্রীলঙ্কা ও নামিবিয়া একে অপরের মুখোমুখি হচ্ছে না। গত বছরের প্রথম রাউন্ডেও নিজেদের প্রথম ম্যাচে একে অপরের বিরুদ্ধেই মাঠে নেমেছিল এই দুই দল। সেই ম্যাচে শ্রীলঙ্কার বোলিং পরাক্রমে মাত্র ৯৬ রানেই শেষ হয়ে গিয়েছিল নামিবিয়ার ইনিংস। ছয় ওভারেরও বেশি বাকি রেখে সাত উইকেটে ম্যাচ জিতে নিয়েছিলেন লঙ্কানরা।
আরও পড়ুন: মেগা পাক ডুয়েলে টিম ইন্ডিয়ার জার্সি কাদের গায়ে? সপ্তাহখানেক আগেই ঠিক করে ফেলেছেন রোহিত