T20 World Cup Tickets: আজ থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি
T20 World Cup Tickets: আগামী ১৭ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হবে। বিশ্বের সেরা ১৬টি দল এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলেছে।
![T20 World Cup Tickets: আজ থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি T20 World Cup Tickets Online UAE 45 Matches Dubai Abu Dhabi Sharjah 17 October starting matches T20 World Cup Tickets: আজ থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/03/183a074d6a2f829fe5e273a9726490c4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অনলাইন টিকিট বিক্রি আজ থেকে শুরু হয়ে গেল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৫ টি ম্যাচ খেলা হবে। এই ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরশাহিতে হবে। মোট তিনটি শহরে এবার টুর্নামেন্টের ম্য়াচগুলো আয়োজিত হবে। সেগুলো হল দুবাই, আবুধাবি এবং শারজা। ওমানেও কিছু ম্যাচ আয়োজন করা হবে।
আগামী ১৭ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হবে। বিশ্বের সেরা ১৬টি দল এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলেছে। ওমানে খেলা ম্য়াচের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১০ ওমানি রিয়াল (ভারতীয় অঙ্কে ১৯২৫টাকা)। অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা টুর্নামেন্টের ম্যাচের জন্য় টিকিটের দাম ৩০ দিরহাম অর্থাৎ ভারতীয় অঙ্কে প্রায় ৬০০ টাকা। দুবাইয়ে প্রায় ৭০ শতাংশ দর্শক স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবে। ওমানের রাজধানী মাস্কাটে যে ম্যাচগুলো হবে, তাতে ৩ হাজার দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।
আগামী ২৪ অক্টোবর টি -টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে হবে ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। পাকিস্তান ছাড়াও ভারতকে নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের মতো দলের বিপক্ষে গ্রুপ লিগে খেলতে হবে বিরাট বাহিনীকে।
কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল টুর্নামেন্টের থিম সং। বৃহস্পতিবার 'লিভ দ্য গেম' নামে টুর্নামেন্টের থিম সং ইউটিউবে প্রকাশ করা হয়। গানের ভিডিওটি পুরোটাই অ্যানিমেটেড আকারে প্রকাশ পেয়েছে আইসিসির অফিসিয়াল ওয়েব সাইটে। ভিডিওতে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, আফগানিস্তানের স্পিনার রশিদ খান, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে দেখা গিয়েছে। উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জনপ্রিয়তা এমনিতেই বিশ্বব্যাপী। তার মধ্যে তরুণ প্রজন্মকে আরও ক্রিকেটের প্রতি আকর্ষণ বাড়াতে তারকা ক্রিকেটারদের সঙ্গে তরুণদের খেলার ছবি অ্যানিমেটেড আকারে দেখানো হয়েছে। একেবারে নতুন ব্রডকাস্ট প্রযুক্তি ব্যবহার করেছে যার 2D এবং 3D দুরকমের এফেক্ট রয়েছে। ডিজাইনার, মডেলার, ম্যাট পেইন্টার, অ্যানিমেটর, লাইটার, কম্পোজিটার সহ এটি তৈরি করতে মোট ৪০ জনের ভূমিকা রয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)