T20 World Cup: ইতিহাস উগান্ডার, হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়ল জ়িম্বাবোয়ে
Zimbabwe vs Uganda: আফ্রিকা অঞ্চলের যোগ্যতা অর্জনকারী পর্বে ৩ ম্যাচের মধ্যে ২টিতে হেরে পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ঘোরতর অনিশ্চিত হয়ে পড়ল জিম্বাবোয়ে।
হারারে: ইতিহাস তৈরি করল উগান্ডা (Uganda)। টি-টোয়েন্টি (T-20 World Cup) ম্যাচে ৫ উইকেটে হারিয়ে দিল জ়িম্বাবোয়েকে। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে এই প্রথম জয় তাদের। আফ্রিকা অঞ্চলের যোগ্যতা অর্জনকারী পর্বে ৩ ম্যাচের মধ্যে ২টিতে হেরে পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ঘোরতর অনিশ্চিত হয়ে পড়ল জিম্বাবোয়ে।
ওয়ান ডে বিশ্বকাপে খেলা হয়নি জ়িম্বাবোয়ের। যোগ্যতা অর্জনকারী টুর্নামেন্টে খারাপ ফল করায়। এমনকী, দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ়ও ওয়ান ডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যাবে না দুই দেশকে। যেহেতু সদ্যসমাপ্ত বিশ্বকাপের পয়েন্ট টেবিলে পাকিস্তান ব্যতীত বাকি প্রথম সাতটি দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করেছে। আয়োজক দেশ হিসাবে এমনিতেই খেলবে পাকিস্তান। এবার ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে পড়ল জ়িম্বাবোয়ে।
আফ্রিকা অঞ্চলের যোগ্যতা অর্জনকারী পর্বে ৩ ম্যাচের মধ্যে দুটিতে হেরে গেল জ়িম্বাবোয়ে। প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হেরে গিয়েছিল জ়িম্বাবোয়ে। যে পরাজয়কে ডেভ হাউটন বলেছিলেন অস্বস্তিকরভাবে খারাপ। তবে দ্বিতীয় ম্যাচে তানজ়িনিয়ার বিরুদ্ধে ৯ উইকেটে জিতেছিল জ়িম্বাবোয়ে। ফের হার তৃতীয় ম্যাচে।
এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে সাত দলের গ্রুপে চার নম্বরে জ়িম্বাবোয়ে। আর বাকি রয়েছে তিন ম্যাচ। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে রয়েছে নামিবিয়া ও কিনিয়া। তিনটি করে ম্যাচেই জিতেছে তারা। জ়িম্বাবোয়ের ম্যাচ বাকি রাওয়ান্ডা, নাইজিরিয়া ও কিনিয়ার বিরুদ্ধে। সেই তিন ম্যাচের ওপরই নির্ভর করে রয়েছে তাদের ভাগ্য। সেই সঙ্গে তাদের অপেক্ষা করতে হবে অন্য ম্যাচের ফলাফলের জন্যও।
Uganda defeat 🇿🇼 by 5 wickets.#ICCT20WCQ #ZIMvUG pic.twitter.com/SQ8gQdkFv7
— Zimbabwe Cricket (@ZimCricketv) November 26, 2023
উগান্ডা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। তানজিনিয়ার বিরুদ্ধে জিতলেও নামিবিয়ার কাছে হেরে গিয়েছিল তারা। আইসিসি-র কোনও পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে এই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল উগান্ডা। আর সেই ম্যাচেই জয়। আফ্রিকা আঞ্চলিক যোগ্যতা অর্জনকারী পর্বে প্রথম দুটি দল ২০ দলের বিশ্বকাপে জায়গা করে নেমে। ২০২৪ সালের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আপনার প্রিয় ক্রিকেটারকে কি ছেড়ে দিল, না ধরে রাখল তাঁর ফ্রাঞ্চাইজি ? দেখুন পূর্ণাঙ্গ তালিকা