সম্প্রতি রায়না বলেছিলেন যে, ২০১৯-র বিশ্বকাপে তিনি দেশের হয়ে খেলতে চান। তিনি বলেছিলেন, নিজের মেয়ের জন্যই কঠোর পরিশ্রম করে দলে ফিরতে চান তিনি। রায়নার সেই আকাঙ্খা পূর্ণ হয় কিনা, তা ভবিষ্যতই বলে দেবে।
2/9
একটা সময় সুরেশ রায়না টিম ইন্ডিয়া মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলেন। বর্তমানে ওই জায়গায় দেখা যাচ্ছে কেদার যাদব, মণীশ পান্ডের মতো ক্রিকেটারদের।
3/9
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার রায়না ভারতীয় দলের হয়ে টি ২০ ম্যাচ খেলেছিলেন।
4/9
রায়না বর্তমানে দলীপ ট্রফিতে ইন্ডিয়া ব্লু দলের অধিনায়কত্ব করছেন।
5/9
রায়না জানিয়েছেন, তিনি দলে ফেরার লক্ষ্যে কঠোর পরিশ্রম করছেন। সচিন তাঁকে খেলা উপভোগ করার পরামর্শ দিয়েছেন। সচিন তাঁকে বলেছেন, তিনি অনেক কিছুই তো করেছেন। তাই তাঁর প্রমাণ করার কিছু নয়। সব কিছুই ঠিক রয়েছে।
6/9
দলের ফেরার পন্থা খোঁজার চেষ্টা জারি রয়েছে রায়নার। এজন্য সম্প্রতি তিনি নেটে সচিন তেন্ডুলকরের সঙ্গেও কথা বলেছেন।
7/9
রায়না বলেছেন, দলে ফিরতে নিজের খেলায় বদল আনার চেষ্টা করছেন তিনি। সেই সঙ্গে ক্রিকেটের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের পরামর্শও নিচ্ছেন।
8/9
জাতীয় ক্রিকেট অকাদেমী বা অন্য কোনও জায়গা-রায়নাকে এখন সব জায়গাতেই সক্রিয় থাকতে দেখা যাচ্ছে। দলে ফিরে আসা নিয়ে স্বয়ং রায়না এক বিবৃতি জারি করেছেন।
9/9
বেশ কিছুদিন দল ভারতীয় দলের বাইরে রয়েছেন তারকা ক্রিকেটার সুরেশ রায়না। কিন্তু হাল ছাড়তে নারাজ তিনি। দলে ফিরতে জোর চেষ্টা করছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সম্প্রতি নির্বাচকদের পক্ষ থেকে জানানো হয়, টিম ইন্ডিয়ায় যাঁরা সুযোগ পাবেন যাঁরা দলের বেঁধে দেওয়া মাপকাঠি অনুসারে ফিট।