IND vs SA: জলই জীবন, গরম থেকে রেহাই পেতে প্রিয় বিয়ারও ত্যাগ করেছে প্রোটিয়া শিবির
IND vs SA 2022: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়া বাহিনী। প্রথম ম্য়াচই ছিল দিল্লিতে। সেই ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে টেম্বা বাভুমার দল। আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

কটক: সাধারণ জুন, জুলাই মাসে ভারতের মাটিতে খুব একটা সিরিজ হয় না। এই সময়টা দেশে অত্যধিক গরম থাকে, তাই কোনও দল সেভাবে সফর করতে রাজি থাকেন না। কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ভারতের মাটিতে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়া বাহিনী। প্রথম ম্য়াচই ছিল দিল্লিতে। সেই ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে টেম্বা বাভুমার দল। কিন্তু এর গরমে সমস্যা হয়নি? টেম্বা বাভুমা ফাঁস করলেন গরম থেকে রেহাই পাওয়ার রহস্য।
কী বললেন প্রোটিয়া অধিনায়ক?
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমাকে প্রশ্ন করা হয়েছিল যে দিল্লির গরম কীভাবে সামলালেন? সেই প্রশ্নের উত্তরে হাসিমুখে বাভুমা বলেন, ''আমরা জানতাম যে এখানে ভীষণ গরম হবে। আমরা ভাগ্যবান যে রাতে খেলা হয়েছে। তবে এর থেকে রেহাই পাওয়ার জন্য দলের ছেলেরা বেশি করে জল খাওয়া শুরু করেছে। বাড়িতে সাধারণ সবাই বিয়ার খেয়ে থাকে। কিন্তু এখানে জলই একমাত্র স্বস্তি দেবে তা সবাই বুঝতে পারছে।''
"We obviously want to win the series" - Lungi Ngidi ahead of the opening T20I against India#INDvSA #BePartOfIt pic.twitter.com/M7A5NeYbKz
— Cricket South Africa (@OfficialCSA) June 8, 2022
আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা। তার আগে প্রস্তুতিতে নজর কাড়লেন উমরান মালিক। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই সবার নজর তাঁর দিকে। অনুশীলনেও বারবার ক্যামেরার ফোকাস ছিলেন তিনি। কিন্তু প্রথম ম্যাচে সুযোগ পাননি। দ্বিতীয় টি-টোয়েন্টির (T20) আগে নেটে ফের আগুন ঝড়ালেন উমরান মালিক (Umran Malik)। তাঁর বিদ্যুৎ গতির বল ভেঙে দিল অধিনায়ক ঋষভ পন্থের ব্যাট। তবে কি দ্বিতীয় ম্যাচের তাঁকে যাতে সুযোগ দেওয়া হয়, সেই বার্তাই দিতে চাইলেন জম্মু কাশ্মীরের তরুণ পেসার?
পন্থের ব্যাট ভাঙলেন উমরান
প্রতিনিয়ত দেড়শো কিলোমিটার গতিতে বল। আইপিএলে বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের ঘুম উড়িয়ে দিয়েছিলেন নিজের গতি দিয়ে। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে এই মরসুমে আইপিএলে ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়ে নজর কেড়েছেন। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে সুযোগ না পেয়ে কিছুটা হতাশ হয়েছিলেন উমরান। তবে তিনি আশাবাদী যে সুযোগ আসবেই। নেটে আগের দিন অনুশীলনে ঋষভ পন্থকে বল করছিলেন উমরান। সেই সময় আচমকাই উমরানের একটি বল ডিফেন্স করে পন্থ দেখেন যে তাঁর ব্যাট কিছুটা ভেঙে গিয়েছে। যা সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে।






















