এক্সপ্লোর
Advertisement
দলে একজন স্পিনার থাকা উচিত ছিল, বললেন সামি
পারথ: পারথ টেস্টে অজি স্পিনার নাথন লায়ন এখনও পর্যন্ত দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়েছেন। অথচ ভারতীয় দলে কোনও স্পিনার নেই। এই নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। এবার ভারতীয় দলের পেসার মহম্মদ সামিও বললেন, দলে একজন স্পেশ্যালিস্ট স্পিনার থাকলে ভালো হত।
জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ১১২ রানে পাঁচ উইকেট হারিয়ে সংকটে ভারতীয় দল।
এর আগে এদিন সামির বোলিংয়ে ভর করে ভারত দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৪৩ রানে অলআউট করে দেয়। কেরিয়ারের সেরা বোলিং করেছেন সামি। ৫৬ রানে ৬ উইকেট দখল করেছেন তিনি।
কিন্তু ম্যাচ এখন কার্যত ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে বসেছে। পেসাররা ভালো বোলিং করলেও অস্ট্রেলিয়ার কয়েকটি পার্টনারশিপ ভারতের ওপর চাপ তৈরি করে।ওই সময় একজন স্পেশ্যালিস্ট স্পিনারের অভাব বেশ ভালোমতোই অনুভূত হয়েছে।
সামি এ ব্যাপারে বলেছেন, টিম ম্যানেজমেন্ট এ সব ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। আমাদের একজন স্পিনার ছিল, সে খুব একটা খারাপ বল করেনি। তবে আমাকে জিজ্ঞাসা করলে আমি বলব, দলে একজন স্পিনার থাকা দরকার ছিল। কিন্তু এ সব ব্যাপারে সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করে।
একইসঙ্গে দলের পেসারদের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা শোনা গিয়েছে সামির গলায়। তিনি বলেছেন, দীর্ঘদিন বাদে ভারতীয় পেস আক্রমণ এমনই যে সব বোলারই জোরে বল করেন। সেইসঙ্গে বোলাররা ভালো লাইন ও লেংথে বল করছেন। চার বছর আগে আমরা এতটা অভিজ্ঞ ছিলাম না। চার বছর আগের তুলনায় বোলাদের অভ্রান্ত নিশানায় বোলিংয়ের ফারাকটা নিশ্চয় চোখে পড়েছে।
সামি বলেছেন, অন্যপ্রান্তে আর একজন ভালো বোলার থাকাটা নিঃসন্দেহে সাহায্য করে। এতে বিপক্ষের ওপর চাপ বজায় রাখা যায়।
তাঁর কেরিয়ারের সেরা বোলিং প্রসঙ্গে সামি বলেছেন, আমি সব সময়ই সঠিক লাইন লেংথে বল করার চেষ্টা করি। এরপর কতগুলি উইকেট আসবে তা ভাগ্যের ওপর নির্ভর করছে।এক্ষেত্রে মনোভাবটা সঠিক হবে। টেস্ট ক্রিকেটে লাইন ও লেংথের ওপর গুরুত্ব দিতে হয়। এটা করতে পারলে এমনিতেই উইকেট আসবে।
সামি বলেছেন, পারথের মতো উইকেটে, যেখানে ব্যাটসম্যানরা বারবার পরাস্ত হয়, সেখানে একটা বড় পার্টনারশিপ চলার সময় অপেক্ষা করতে হয়। এমনটা নয় যে, আমরা খারাপ বোলিং করেছি। ভালো লেংথে বল করেও আমরা উইকেট পাইনি। একটা উইকেট পড়ার পর পরিস্থিতি বদলাল।
চলতি টেস্ট সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত।
চলতি টেস্টে যা পরিস্থিতি তাতে ভারতের জয়ের আশা ক্ষীণ। সামি এ ব্যাপারে বলেছেন, পারথের মতো কঠিন উইকেটে ভারতীয় দল কড়া টক্কর দিয়েছে। এক্ষেত্রে জয়-পরাজয়টা গুরুত্বপূর্ণ নয়। পারথের উইকেট খুবই কঠিন। এবং তা দুই দলের ব্যাটসম্যানদের কাছেই চ্যালেঞ্জিং।
হাত-জিত খেলার অঙ্গ বলেও মন্তব্য করেছেন সামি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement