গোলাপি বলের টেস্ট খেলা নিয়ে বিরাটকে খোঁচা অজি অধিনায়ক টিম পেইনের
ব্রিসবনে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে এক ইনিংস ও ৫ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
ব্রিসবেন: গোলাপি বলের ক্রিকেট নিয়ে বিশ্বে সবথেকে বেশি যে দেশ মাতামাতি করে, সেটা অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে অস্ট্রেলিয়াই সবার প্রথম দিনরাতের টেস্টের আয়োজন করে। সেটা ছিল ২০১৫ সালে। তারপর থেকে আন্তর্জাতিক স্তরে এখনও সর্বাধিক ৫টি গোলাপি বলের টেস্ট খেলেছে তারা এবং সবকটিতেই জয়ী হয়েছে। ইতিমধ্যেই নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দিনরাতের টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। এবার ব্যাগি গ্রিন দল চাইছে বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিরুদ্ধে দিনরাতের টেস্ট খেলতে। আর সেটাও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। আপত্তি নেই বিরাট কোহলিরও। তবে শর্ত একটাই, দিনরাতের টেস্ট খেলার আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দিতে হবে। দুম করে বললেই গোলাপি বলের টেস্ট খেলা যায় না, ২টি ম্যাচের মধ্যে বড় ব্যবধান রেখে অন্তত একটা প্র্যাকটিস ম্যাচ খেলার সময় দিতে হবে।
আগামী বছর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। বর্ডার-গাওস্কর ট্রফির পরিসংখ্যানে বিরাটের নেতৃত্বাধীন ভারতের রেকর্ড ভাল। ঘরের মাঠে তো বটেই অস্ট্রেলিয়ায় গিয়েও ব্যাগি গ্রিনদের হারিয়ে এসেছেন বিরাটরা। এবারও তেমনই প্রস্তুতি বিরাটদের থাকবে, তা নিয়ে সন্দেহ নেই। তবে প্রশ্ন, এবার কি দেশের বাইরে গোলাপি টেস্ট খেলতে রাজি হবেন বিরাট? এই প্রশ্নেই বিরাটকে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনের খোঁচা, “আমরা বিরাটকে প্রস্তাব দেব এবং কোনও একটা সময় নিশ্চয়ই উত্তর আসবে। আমরা বহুদিন ধরেই এমন একটা গ্রীষ্মের সূচনার অপেক্ষায়। আমরা গোলাপি বলের টেস্ট খেলার জন্য ওর (বিরাট) অনুমতি নেব। অপেক্ষায় রয়েছি।”
Tim Paine gives Virat Kohli a little clip in the post-game presser ????
The Aussie captain is keen to play against India in Brisbane next summer! pic.twitter.com/NCmGqua67s — cricket.com.au (@cricketcomau) November 24, 2019
ব্রিসবেনে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে এক ইনিংস ও ৫ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এর পরের ম্যাচ অ্যাডিলেড ওভালে। সেটিও একটি গোলাপি বলের ম্যাচ। অতীতে পাকিস্তান দিনরাতের টেস্ট খেললেও অস্ট্রেলিয়ার মাটিতে তারা এই প্রথম গোলাপি বলের টেস্ট খেলবে।