![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
USA Swimming Masks: সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল অলিম্পিক্সে আমেরিকার সাঁতারুদের অভিনব মাস্ক
আমেরিকার সাঁতারুদের পরিহিত মাস্ক নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো সরগরম। সাদা রঙয়ের এই মাস্কের আকৃতি নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। হলিউডের বিভিন্ন ছবির চরিত্রের উদাহরণও টেনে এনেছেন। অনেকে ট্রোলও করছেন।
![USA Swimming Masks: সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল অলিম্পিক্সে আমেরিকার সাঁতারুদের অভিনব মাস্ক Tokyo 2020 USA swimming masks are other worldly See variation going viral USA Swimming Masks: সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল অলিম্পিক্সে আমেরিকার সাঁতারুদের অভিনব মাস্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/27/a958f878c71954a6b11d2dd4bb7982c3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
টোকিও: অলিম্পিক্সে নজর কেড়েছেন এবার অনেক নতুন, পুরোনো তারকাই। কিন্তু এই প্রথম প্রতিযোগীদের মাস্ক খবরের শিরোনামে উঠে এল। আমেরিকার সাঁতারুদের পরিহিত মাস্ক নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো সরগরম। সাদা রঙয়ের এই মাস্কের আকৃতি নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। অনেকে ট্রোলও করছেন।
টোকিও অলিম্পিক্সে ৪০০ মিটার সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছেন আমেরিকার চেস কালিজ। তিনি পোডিয়ামে পদক গলায় দাঁড়িয়েছিলেন চেস। কিন্তু তাঁর দিকে ক্যামেরার তাক করতেই নজরে এল সেই মাস্ক। সাদা রংয়ের এই মাস্ক দেখেই অনেকেই বিভিন্ন সিনেমার চরিত্রের সঙ্গে তুলনা টেনেছেন। যেমন বেন বলে একটি চরিত্র রয়েছে, দ্য ডার্ক নাইট রাইসেস ছবির একটি চরিত্র হচ্ছে বেন। চেজের মুখে সাদা মাস্কের আকৃতি নাকি অনেকটা সেই বেন চরিত্রের মতোই। আবার অনেকে ট্রান্সফর্মারের সঙ্গে তুলনা টেনেছেন। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় এইরকম মাস্ক দেখে বলেছেন যে ভীষণ কুল লাগছে। আবার কেউ কেউ বিদ্রুপও করছেন।
তবে আমেরিকা দলের পক্ষ থেকে বলা হয়েছে যে, এইরকম মাস্ক ভীষণভাবে সুরক্ষিত। টোকিওয় যেখানে করোনার আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে, সেখানে মাস্কে অভিনবত্ব এনে অ্যাথলিটদের সুরক্ষিত রাখার ভাবনা যথেষ্ট প্রশংসা পেয়েছে।
এদিকে টোকিও অলিম্পিক্সে করোনার হানা যেন কমছেই না। মঙ্গলবার অলিম্পিক্স আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় যে আরও ৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন গেমস ভিলেজে। এরমধ্যে ২ জন অ্যাথলিটও রয়েছেন।
১ জুলাই থেকে এই নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫৫ তে। সোমবারই একজন ডাচ টেনিস প্লেয়ার করোনা আক্রান্ত হওয়ার জন্য টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন। ডাবলসে তাঁর ম্যাচ ছিল। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে সরে দাঁড়াতে হয়।
এর আগে দক্ষিণ আফ্রিকার অনূধর্ব ২৩(পুরুষ) ফুটবল দলের তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনায় আক্রান্ত ওই তিন সদস্য- থাবিসো মোনইয়ানে(খেলোয়াড়), কামোহেলো মাহলাৎসি(খেলোয়াড়) ও ভিডিও অ্যানালিস্ট মারিও মাশহা। দৈনন্দিন পরীক্ষায় এই তিনজনের পজিটিভ রিপোর্ট এসেছিল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)