Tokyo Olympics 2020: বাইলসের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি রবি শাস্ত্রীর
নিজের ট্যুইটারে শাস্ত্রী বলেন, 'তুমি সময় নাও। সিমোনে বাইলস। এই অল্প বয়সেই সেই অধিকার তুমি অর্জন করেছ। সময়টা ৪৮ ঘন্টা বা ৪৮ দিন সময় নিতে পারে। তোমার কারও কাছে কোনও ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। '
![Tokyo Olympics 2020: বাইলসের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি রবি শাস্ত্রীর Tokyo Olympics 2020: Ravi Shastri backs American gymnast Simone Biles after her withdrawal Tokyo Olympics 2020: বাইলসের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি রবি শাস্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/29/1c636ce834055f346524d0bb3529280b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
টোকিও: সিমোনে বাইলসের মানসিক স্বাস্থ্য ইস্যুতে অলিম্পিক্স থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে সমর্থন জানালেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী। নিজের ট্যুইটারে ভারতীয় কোচ বলেন, 'তুমি সময় নাও। সিমোনে বাইলস। এই অল্প বয়সেই সেই অধিকার তুমি অর্জন করেছ। সময়টা ৪৮ ঘন্টা বা ৪৮ দিন সময় নিতে পারে। তোমার কারও কাছে কোনও ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। নাওমি ওসাকা তোমাকেও এই কথাই বলব।'
উল্লেখ্য, টোকিওয় আমেরিকার দলগত অল অ্যারাউন্ড ভল্টে খারাপ পারফর্ম করার পরই সরে দাঁড়ানোর কথা ভাবেন। এরপর এক বিবৃতি দিয়ে তা জানিয়েও দেন। গতবার অলিম্পিক্সে ৪ টি সোনা জিতেছিলেন। এবারও তাঁর দিকেই প্রথম থেকে নজর ছিল। কিন্তু বাইলস সরে দাঁড়ানোর পর মনে করা হচ্ছিল যে হয়ত চোটের জন্য সরে দাঁড়াচ্ছেন তিনি। কিন্তু আদৌ তা নয়, মানসিক স্বাস্থ্যই যে কারণ, তা জানান বাইলস। এবার বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বাইলসের পাশে দাঁড়িয়ে ইনস্টাগ্রামে সমর্থন করেছেন। নিজের ইনস্টা স্টোরিতে এই নিয়ে দীপিকা বাইলসের খবরটির সঙ্গে লিখেছেন, আই হেয়ার ইউ...অর্থাৎ এই বিষয়ে নিজের সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বলি সুন্দরী।
তালিকায় আছেন আরেক বলি ডিভা আলিয়া ভট্টও। তিনিও বাইলসের খবরটির সঙ্গে জুড়ে লিখেছেন, 'মনে করিয়ে দেওয়া ভাল যে মানসিক স্বাস্থ্যও ভীষণ গুরুত্বপূর্ণ শারীরিক স্বাস্থ্যের মত। পুরো বিশ্বের কাছে এই ধারণাটা বদলাতে সাহায্য করবে। আরও শক্তি অর্জন কর।' বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা বরুণ ধবনও এই বিষয়ে বাইলসের পাশে দাঁড়িয়ে লিখেছেন, অনুপ্রেরণা। মনে করিয়ে দেওয়া উচিত সবসময় যে মানসিক স্বাস্থ্য কতটা জরুরি। অন্তত এই কঠিন পরিস্থিতিতে তো অবশ্যই।
করোনা পরিস্থিতিতে এই মুহূর্তে বিভিন্ন খেলা ফের শুরু হলেও ক্রীড়াবিদদের জৈব সুরক্ষা বলয়ে থাকা বাধ্যতামূলক হয়েছে। এই অবস্থায় বেশ চাপের হয়ে যাচ্ছে সবার পক্ষে দীর্ঘদিন ধরে বলয়ের মধ্যে থাকা। তার জন্যই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন ক্রীড়াবিদরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)