PV Sindhu Exclusive: অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক বিজয়ী পিভি সিন্ধুর এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেখুন সরাসরি
অলিম্পিকে ব্রোঞ্জ পদক বিজয়ীর পিভি সিন্ধুর সাক্ষাৎকার দেখুন সরাসরি
![PV Sindhu Exclusive: অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক বিজয়ী পিভি সিন্ধুর এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেখুন সরাসরি Tokyo Olympics 2021: when and where to watch PV Sindhu Exclusive Interview LIVE on ABP PV Sindhu Exclusive: অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক বিজয়ী পিভি সিন্ধুর এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেখুন সরাসরি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/02/934b4fccd766da27274d220a96ef1ba9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অলিম্পিকে ব্রোঞ্জ পদক বিজয়ীর পিভি সিন্ধুর সাক্ষাৎকার দেখুন সরাসরি।
উল্লেখ্য, চলতি টোকিও অলিম্পিক্সে ইতিহাস গড়েছেন ভারত ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিকে দ্বিতীয় পদক জয়ী ভারতীয় খেলোয়াড় তিনি।
পিভি সিন্ধু বলেছেন, টোকিও অলিম্পিক্সে পদক জয়ের পর তাঁকে মুখ্য জাতীয় কোচ পুলেল্লা গোপীচাঁদ শুভেচ্ছা জানিয়েছেন। তবে এখনে সিনিয়র খেলোয়াড় সাইনি নেহওয়ালের কাছ থেকে তিনি এখনও কোনও অভিনন্দন বার্তা পাননি। গত রবিবার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন অলিম্পিক্সে পদক জিতেছেন। এরসঙ্গেই পিভি সিন্ধু অলিম্পিক্সে দুবার ব্যক্তিগত ইভেন্টে পদকজয়ী দ্বিতীয় ভারতীয় ও প্রথম মহিলা খেলোয়াড় হওয়ার মর্যাদা অর্জন করেছেন। এর আগে রিয়ো অলিম্পিক্সে রুপোর পদক জিতেছিলেন সিন্ধু।
রিও অলিম্পিক্সে রুপোজয়ী সিন্ধু এবারও অলিম্পিক্সের শুরু থেকেই ছন্দে ছিলেন। তবে সেমিফাইনালে হেরে যাওয়ায় তাঁর সোনা বা রুপোর পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল। রবিবার ছিল ব্রোঞ্জের ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিলেন দুই সেমিফাইনালের পরাজিতরা। হে বিং জিয়াওয়ের বিরুদ্ধে সিন্ধু প্রথম গেম জিতে নেন মাত্র ২৩ মিনিটে। ২১-১৩ ব্যবধানে। দ্বিতীয় গেমে চিনা প্রতিপক্ষ কিছুটা লড়াই করলেও শেষরক্ষা হয়নি। দ্বিতীয় গেমও জিতে নেন সিন্ধু। দ্বিতীয় গেমের ব্যবধান সিন্ধুর পক্ষে ২১-১৫।
সোনা বা রুপোর পদক জয়ের স্বপ্ন ছিল না। কিন্তু তা বলে ব্য়াডমিন্টনে ভারতের পদক জয়ের সব সম্ভাবনা যে শেষ হয়ে যায়নি, বরং ব্রোঞ্জ জয়ের ভাল সুযোগ রয়েছে, সে কথা মনে করিয়ে দিয়েছিলেন স্বয়ং সিন্ধু। সেমিফাইনালে পরাজয়ের পরই তিনি জানিয়েছিলেন যে, ব্রোঞ্জ জয়ের ম্যাচে নিজের সর্বস্ব দিয়ে ঝাঁপাবেন। সেই কথা রেখেছেন সিন্ধু।
স্ট্রেট গেমে সেমিফাইনালে পরাজয়ের পর রবিবার ব্রোঞ্জ পদকের ম্য়াচে নেমেছিলেন ভারতীয় শাটলার। তার আগে সিন্ধু বলেছিলেন, 'এখন বিশ্রাম নেব আর কালকের জন্য প্রস্তুতি শুরু করব। কারণ এখনও কিছুই শেষ হয়ে যায়নি। আমার এখনও একটা সুযোগ রয়েছে। আশা করছি নিজের সেরাটা দিতে পারব। আজ হয়তো আমার দিন ছিল না। তবে কাল আবার প্রাণপাত চেষ্টা করব।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)