অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: তিকিতাকা জাদুতে ইরানকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে স্পেন
কোচি: কোচিতে তিকি-তাকা জাদু। ইরানকে ৩-১ গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে গেল ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন।
চলতি টুর্নামেন্টের অন্যতম দাবিদার হিসেবে স্পেনকে চিহ্নিত করে রেখেছেন বিশেষজ্ঞরা। এদিন স্প্যানিশ আর্মাডা দেখিয়ে দিল, বিশেষজ্ঞরা খুব একটা ভুল বলেননি। গোটা ম্যাচে ৭০ শতাংশ বল দখলে ছিল স্প্যানিশ ব্রিগেডের। এই ছোট্ট পরিসংখ্যানই বলে দিচ্ছে, এই ম্যাচে স্পেন কতটা প্রাধান্য নিয়ে খেলেছে।
এদিন নিজস্ব ঘরানার ওয়ান-টাচ ফুটবল দিয়ে বিপক্ষকে প্রায় নাস্তানাবুদ করে দেয় স্পেন। ১৩ মিনিটে লা রোখাদের এগিয়ে দেন অধিনায়ক আবেল রুইজ। ৬১ মিনিটে ব্যবধান বাড়ায় সের্জিও গোমেজ। ৬৭ মিনিটে স্পেনকে ৩-০ ব্যবধান দেন ফেরান তোরেস।
৬৯ মিনিটে ইরানের হয়ে একমাত্র গোল করেন সঈদ কারিমি। আগামী ২৫ তারিখ নভি মুম্বইতে তারা মালির মুখোমুখি হবে। প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এই নিয়ে মোট ৬ বার সেমিফাইনালে উঠল স্পেন। এখনও পর্যন্ত তারা একবারও এই কাপ জেতেনি।