এক্সপ্লোর
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের গ্রুপে আমেরিকা, কলম্বিয়া, ঘানা

ছবি সৌজন্যে ট্যুইটার
মুম্বই: এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ড্র হয়ে গেল। গ্রুপ এ-তে ভারতের লড়াই মার্কিন যুক্তরাষ্ট্র, কলম্বিয়া ও ঘানার সঙ্গে। গ্রুপ ডি-তে ব্রাজিল-স্পেনের টক্কর। গ্রুপ সি-তে ইরান, জার্মানি কোস্টা রিকা। বিশ্বকাপে গ্রুপ এফ-এর ম্যাচগুলি পেয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গন। কলকাতার বুকে খেলতে দেখা যাবে ইরাক, মেক্সিকো, চিলে ও ইংল্যান্ডকে। গ্রুপ ই-তে ফ্রান্স। অপেক্ষা আর ৯০ দিনের। ৬ অক্টোবর বোধন অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের। আজ মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে ২৪টি দল কে কোন গ্রুপে তা নির্ধারণ করা হয়। ছিলেন দুই বিশ্বকাপার-নাইজেরিয়ার কানু ও আর্জেন্তিনার ক্যাম্বিয়াসো। সুনীল ছেত্রী ও পিভি সিন্ধুও হাজির ছিলেন। প্রসঙ্গত, নয়াদিল্লিতে গ্রুপের ম্যাচ খেলবে ভারত। ৬ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ। ৯ অক্টোবর কলম্বিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ। ১২ অক্টোবর ঘানার বিরুদ্ধে ভারতের গ্রুপের শেষ ম্যাচ। ১৯৯১ ও ১৯৯৫ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ঘানা। মার্কিন যুক্তরাষ্ট্র ও কলম্বিয়াও বিশ্বফুটবলের অন্যতম সেরা শক্তিধর দেশ। ফলে ভারতের লড়াই অত্যন্ত কঠিন। যদিও খুদে ফুটবলারদের সাম্প্রতিক পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে গ্রুপের বাধা টপকে ভারত নক-আউট পর্যায়ে যাবে বলেই আশা ফুটবলপ্রেমীদের।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















