এক্সপ্লোর
Advertisement
ঘরোয়া টুর্নামেন্টে খেলোয়াড়দের চেয়ে আম্পায়ারদের ম্যাচ ফি বেশি! বোর্ডের বিশেষ বৈঠকের দাবি ক্ষুব্ধ সদস্যদের
নয়াদিল্লি: বিসিসিআইয়ের ঘরোয়া টুর্নামেন্টগুলিতে ক্রিকেটারদের তুলনায় আম্পায়াররা ম্যাচ ফি বাবদ বেশি অর্থ পাচ্ছেন। এমনই একটি গরমিলের অভিযোগ তুলেছেন বোর্ডের প্রাক্তন সচিব নিরঞ্জন শাহ। খেলোয়াড়দের চুক্তি, ঘরোয়া খেলোয়াড় ও ম্যাচ আধিকারিকদের পারিশ্রমিকের মতো বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য শাহর সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন সহ কেরল এবং ন্যাশনাল ক্রিকেট ক্লাব (এনসিসি)-র মতো সংস্থাগুলি আগামী ২২ জুন বোর্ডের বিশেষ সাধারণ সভার বৈঠকের দাবি জানিয়েছেন।
বোর্ড সচিব অমিতাভ চৌধুরী এই বৈঠকের বিজ্ঞপ্তি জারি করেছেন। আগামী ২২ জুন সকাল ১০ টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
গত ১২ এপ্রিল বোর্ডের প্রশাসকদের কমিটি (সিওএ) আম্পায়ার, ম্যাচ রেফারি ও কিউরেটরদের ম্যাচ ফি দ্বিগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথমসারির ২০ জন আম্পায়ার টি ২০ ছাড়া অন্য ধরনের ম্যাচ পরিচালনার জন্য এখন থেকে দিনে ৪০ হাজার টাকা পাবেন। সংক্ষিপ্ত ফর্ম্যাটের ক্ষেত্রে এই ফি ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
ঘরোয়া ক্রিকেটারদের প্রথম শ্রেণীর ম্যাচের জন্য দৈনিক পারিশ্রমিক মাত্র ৩৫ হাজার টাকা।
শাহ বলেছেন, আম্পায়ারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত খুবই ভালো। কিন্তু বিস্ময়ের ব্যাপার হল একজন সিনিয়র প্রথম শ্রেনীর ঘরোয়া ক্রিকেটারের পারিশ্রমিক দিনে মাত্র ৩৫ হাজার টাকা। আম্পায়ারদের ম্যাচ ফি কী করে প্লেয়ারদের থেকে বেশি হয়, তা তাঁর বোধগম্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন শাহ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement