এক্সপ্লোর
Advertisement
নেতৃত্বের দায়িত্ব পেয়েই ঝোড়ো হাফসেঞ্চুরি, মুম্বইয়ের বিরুদ্ধে স্মিথ জেতালেন রাজস্থানকে
অজিঙ্ক রাহানের জায়গায় নেতৃত্বের ব্যাটন হাতে তুলে নিয়েই মেজাজে ফিরলেন স্টিভ স্মিথ
জয়পুর: অধিনায়ক বদলে অবশেষে আইপিএলে জয়ের রাস্তায় ফিরল রাজস্থান রয়্যালস। অজিঙ্ক রাহানের জায়গায় নেতৃত্বের ব্যাটন হাতে তুলে নিয়েই মেজাজে ফিরলেন স্টিভ স্মিথ। ঘরের মাঠে ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন অস্ট্রেলীয় ক্রিকেটার। শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে প্লে-অফের দৌড়ে এখনও ভেসে রইল রাজস্থান।
জয়পুরে টস জিতে প্রথম ফিল্ডিং নিয়েছিলেন স্মিথ। মুম্বইয়ের শুরুটা ভাল হয়নি। তৃতীয় ওভারেই ফিরে যান রোহিত শর্মা। সাত বলে মাত্র পাঁচ রান করেন মুম্বই অধিনায়ক। ইনিংসের হাল ধরেন কুইন্টন ডি'কক। তাঁকে যোগ্য সঙ্গত দেন সূর্যকুমার যাদব (৩৩ বলে ৩৪ রান) ও হার্দিক পাণ্ড্য (১৫ বলে ২৩)। ৪৭ বলে ৬৫ রান করে মুম্বইয়ের সর্বোচ্চ স্কোরার কুইন্টনই। নির্ধারিত ২০ ওভারে মুম্বই তোলে ১৬১/৫। রাজস্থানের হয়ে বল হাতে শ্রেয়স গোপাল ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে তুলে নেন দুই উইকেট। একটি করে উইকেট স্টুয়ার্ট বিনি, জোফ্রা আর্চার ও জয়দেব উনাদকটের।
রান তাড়া করতে নেমে শুরুতেই রাহানেকে (১২ বলে ১২ রান) হারায় রাজস্থান। তবে অপর ওপেনার সঞ্জু স্যামসন ১৯ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। তিন নম্বরে নেমে ৪৮ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন স্মিথ। নবাগত রিয়ান পরাগ চাপের মুখে ২৯ বলে ৪৩ রান করেন। পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রাজস্থান। এই জয়ের ফলে নয় ম্যাচে স্মিথদের পয়েন্ট হল ছয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement