![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Serena Williams: যুক্তরাষ্ট্র ওপেনে এবার নতুন ভূমিকায় সেরেনা উইলিয়ামস
US Open 2024: ২০২২ সালে শেষবার এই যুক্তরাষ্ট্র ওপেনের মঞ্চেই দেখা গিয়েছিল সেরেনাকে। কেরিয়ারে মোট ৬টি যুক্তরাষ্ট্র ওপেন খেতাব ঝুলিতে পুরেছেন সেরেনা।
![Serena Williams: যুক্তরাষ্ট্র ওপেনে এবার নতুন ভূমিকায় সেরেনা উইলিয়ামস us open 2024 serena williams returns to court as a fan get to know Serena Williams: যুক্তরাষ্ট্র ওপেনে এবার নতুন ভূমিকায় সেরেনা উইলিয়ামস](https://static.abplive.com/wp-content/uploads/sites/2/2017/06/08114149/116.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
যুক্তরাষ্ট্র: ফের টেনিস কোর্টে সেরেনা উইলিয়ামস। ২৩ গ্র্যান্ডস্লামের কিংবদন্তি মহিলা টেনিস তারকাকে ফের দেখা গেল আর্থার অ্যাশ এরিনায়। ফের কি ম্য়াচ খেলতে দেখা যাবে আমেরিকার টেনিস তারকাকে? না, আসলে এবার একেবারে অন্য ভূমিকায় দেখা গেল সেরেনাকে। মহিলাদের সিঙ্গলস ম্য়াচে ইগা সোয়াটেকের ম্য়াচ দেখতে এসেছিলেন সেরেনা। গ্যালারিতে বসে টেনিস ম্য়াচ উপভোগ করতে দেখা গেল আমেরিকার এই কিংবদন্তিকে।
২০২২ সালে শেষবার এই যুক্তরাষ্ট্র ওপেনের মঞ্চেই দেখা গিয়েছিল সেরেনাকে। কেরিয়ারে মোট ৬টি যুক্তরাষ্ট্র ওপেন খেতাব ঝুলিতে পুরেছেন সেরেনা। টেনিস ছাড়ার পর এই মুহূর্তে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন সেরেনা। গতবছরই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছে। ইগা সোয়াটেকের হয়ে গলা ফাটাতেও দেখা গিয়েছিল এদিন সেরেনাকে গ্যালারি থেকে। টুর্নামেন্টের শীর্ষবাছাই সোয়াটেক ম্য়াচে জয়ের পর জানিয়েছেন, ''আমার জন্য অনুপ্রেরণা সেরেনা। ওঁ ম্য়াচের আগে আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করে দিয়েছিল। ওঁকে দেখে খুব ভাল লাগছে। ইতিবাচক মানসিকতা ওঁর। এটা আমাদের সবার জন্যই ভাল যে ওঁর মত টেনিস প্লেয়ার গ্যালারি থেকে উৎসাহ জোগাচ্ছেন। বেশ কয়েক বছর আগেও আমরা দেখা করেছিলাম। তখন ও এখন, আমাদের সম্পর্ক একই রকম বন্ধুত্বপূর্ণ রয়েছে।''
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)