Kohli in T20: ''এবারের বিশ্বকাপ তোমারই হবে', বিরাটকে শুভেচ্ছাবার্তা প্রসাদ, মুনাফের
Kohli in T20: নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই বিষয়ে বৃহস্পতিবার জানিয়েছেন বিরাট। আর বিরাটের এই সিদ্ধান্তের পরই সোশ্যাল মিডিয়ায় বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের শুভেচ্ছা বার্তা আসছে।
মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপেই শেষবার। আর তারপরই বিরাট কোহলি কুড়ির ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই বিষয়ে বৃহস্পতিবার জানিয়েছেন বিরাট। আর বিরাটের এই সিদ্ধান্তের পরই সোশ্যাল মিডিয়ায় বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের শুভেচ্ছা বার্তা আসা শুরু হয়ে গিয়েছে। সেই তালিকায় নাম লেখালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ। নিজের ট্যুইটারে প্রসাদ বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমি নিশ্চিত যে তুমি দেশের জন্য এবার ট্রফি জিতেই ফিরবে।'
Best wishes for the T20 World Cup. I am sure you will bring glory to the country.
— Venkatesh Prasad (@venkateshprasad) September 16, 2021">
আরেক প্রাক্তন ভারতীয় বোলার মুনাফ পটেলও আবেগঘন পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। বিরাটের ট্যুইাটার পোস্টের রি-ট্যুইট করে মুনাফ লিখেছেন, 'তোমার সিদ্ধান্তকে সমর্থন করছি। আমি নিশ্চিত যে তোমার নেতৃত্বে এবার ভারত বিশ্বকাপ জিতবে। অসংখ্য শুভেচ্ছা রইল তোমার জন্য।'
🤔🤔🤔
💔💔💔@imVkohli we are with you in your Decision. I am sure we will win this #worldcup under your captaincy.
Wish you All the best.#captaincy https://t.co/ynX37TrO0z
">
এবার বিরাট কোহলির জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের শপথ শোনা যেতে শুরু করল ভারতীয় ক্রিকেটে। ডাকটা দিলেন জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। তিনি ট্যুইট করেছেন, 'অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে বিরাট কোহলির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত আমাকে স্তম্ভিত করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিতলে ওকে সঠিক শ্রদ্ধার্ঘ জানানো যায়। আশা করছি ওর ঘরানা বহন করবে ভারতের পরবর্তী ক্রিকেটারেরা।'
উল্লেখ্য, বিশ্বকাপের পর টি-২০ দলের নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি। ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন বিরাট কোহলি। নিজের পোস্টে বিরাট লেখেন, ‘এবার থেকে একদিনের টেস্ট-একদিনের ম্যাচে ফোকাস। ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য আমি ভাগ্যবান। ক্রিকেটের ৩টি ফর্ম্যাটে টানা ৮-৯ বছর ধরে খেলার চাপ। ৫-৬ বছর ধরে অধিনায়কত্বের চাপও রয়েছে। এবার টেস্ট-একদিনের ম্যাচের জন্য নজর দিতে চাই। অধিনায়কত্ব ছাড়লেও টি-২০তে খেলা চালিয়ে যাব। অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে। রবি শাস্ত্রী, রোহিত শর্মার সঙ্গেও এনিয়ে কথা বলেছি। সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহের সঙ্গেও এনিয়ে কথা বলেছি।‘