এক্সপ্লোর
পেশাদার বক্সিংয়ের পর পর ষষ্ঠ জয়, বিজেন্দ্রর দাপটে ধরাশায়ী সোলদ্রা
![পেশাদার বক্সিংয়ের পর পর ষষ্ঠ জয়, বিজেন্দ্রর দাপটে ধরাশায়ী সোলদ্রা Vijender Singh Registers Sixth Straight Win Defeats Andrzej Soldra পেশাদার বক্সিংয়ের পর পর ষষ্ঠ জয়, বিজেন্দ্রর দাপটে ধরাশায়ী সোলদ্রা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/05/14083220/Vijendra-compressed-580x360-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বোল্টন: পেশাদার বক্সিংয়ে অপ্রতিরোধ্য ভারতীয় বক্সার বিজেন্দ্র সিংহ। ম্যাকরন স্টেডিয়ামে শুক্রবার সন্ধেয় তাঁর পাঞ্চে ধরাশায়ী হলেন পোল্যান্ডের অ্যান্দ্রজেজ সোলদ্রা। মাত্র তিন রাউন্ডেই সুপার মিডলওয়েট প্রতিযোগিতায় সোলদ্রাকে হারালেন বিজেন্দ্র। এই নিয়ে পেশাদার বক্সিংয়ে পর পর ছয়টি ম্যাচে জয়ী হলেন তিনি।
আট রাউন্ডের লড়াইয়ে নেমে বিজেন্দ্র শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। তাঁর দাপট এতটাই বেশি ছিল যে তৃতীয় রাউন্ডের দু মিনিটের মধ্যেই খেলা বন্ধ করে দিতে হয় রেফারিকে।
ভিওয়ানির এই বক্সার এবার আগামী ১১ জুন দিল্লিতে ঘরের মাঠে ওয়ার্ল্ড বক্সিং অরগানাইজেশনের এশিয় খেতাবের জন্য খেলতে নামবেন।
পেশাদার বক্সিংয়ে এতদিন পর্যন্ত যত প্রতিপক্ষের বিরুদ্ধে বিজেন্দ্র খেলেছেন, তাঁদের মধ্যে সোলদ্রাই সবচেয়ে বেশি অভিজ্ঞ। ১৭ বাউটে এখনও পর্যন্ত ১২ টি জয় পেয়েছেন সোলদ্রা। কিন্তু বিজেন্দ্রর বিরুদ্ধে ম্যাচে তাঁকে নিষ্প্রভই দেখাল। কার্যত একতরফাভাবে অ্যান্দ্রেজকে উড়িয়ে দিলেন বিজেন্দ্র।
এই জয় পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিজেন্দ্র। ম্যাচের পর তিনি বলেছেন, এবার ঘরের মাঠে খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)