MS Dhoni: সোশাল মিডিয়ায় ভাইরাল ধোনির মোমের মূর্তি, চলছে বিতর্কও, কিন্তু কেন?
MS Dhoni's Wax Statue: অনেকেই বলছেন একদমই না কি ধোনির মতো লাগছে না মূর্তিটি। এমনকী অনেকেই বলছেন বলি অভিনেতা রণবীর কপূর ও পাক ক্রিকেটার শোয়েব মালিকের ছাপ রয়েছে মূর্তিতে।
মহীশূর: ২ বারের বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক (World Cup Winning Captain)। তিনি যে আলোচনার কেন্দ্রে থাকবেন, তা বলাই বাহুল্য। কিন্তু এবার আলোচনার কেন্দ্রে তাঁর মোমের মূর্তি। কর্ণাটকের চামুণ্ডেশ্বরী ওয়াক্স মিউজিয়ামে ধোনির মোমের মূর্তি, যা দেখে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলছেন একদমই না কি ধোনির মতো লাগছে না মূর্তিটি। এমনকী অনেকেই বলছেন বলি অভিনেতা রণবীর কপূর ও পাক ক্রিকেটার শোয়েব মালিকের ছাপ রয়েছে মূর্তিতে। ধোনির মোমের মূর্তি ছবি দেখে একজন আবার বলেন, 'যে শিল্পী এই মূর্তি তৈরি করেছেন, তিনিই আদিপুরুষের ভিএফএক্সের দায়িত্বে ছিলেন।' উল্লেখ্য, সম্প্রতি বলিউড সিনেমা ‘আদিপুরুষ’-এর টিজার মুক্তি পেয়েছে। ভিএফএক্সের জেরে তুমুল সমালোচনার মুখে পড়েছেন ‘আদিপুরুষ’-র নির্মাতারা।
MS Dhoni wax statue in Mysore. pic.twitter.com/KdsKcPLsaM
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 7, 2022
মূর্তি দেখে নানা মানুষের নানা প্রতিক্রিয়া
কেউ কেউ সোশাল মিডিয়ায় ধোনির এই মূর্তি দেখে লিখেছেন, ''এটা রণবীর কপূর ও মহেন্দ্র সিংহ ধোনিকে মিশিয়ে বানানো হয়েছে।'' আবার কেউ লিখেছেন যে, এটা শোয়েব মালিকের মূর্তি। কেউ লিখেছেন যে ভারতের জার্সিতে শোয়েব মালিক। চুলের ছাঁট একটু আলাদা। আবার কেউ লিখেছেন, ''এটা কোনওভাবেই মহেন্দ্র সিংহ ধোনির মূর্তি হতে পারে না।''
চোটে কাহিল দীপক চাহার
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে ফের চোট আতঙ্ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচের আগে অনুশীলনের সময় গােড়ালিতে চোট পেয়েছিলেন দীপক চাহার। আগামী ২ ম্যাচের জন্য ছিটকে গিয়েছেন তিনি। সূত্রের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াডেও হয়ত জায়গা হবে না তাঁর। যদিও টিম ইন্ডিয়ার মূল দলে ছিলেন না তিনি। কিন্তু স্ট্যান্ডবাই হিসেবে চাহারের নাম ছিল। উল্লেখ্য, প্রথম ওয়ান ডে ম্যাচে ৯ রানে হেরে গিয়েছিল ভারতীয় দল। সেই দলের একাদশে ছিলেন না দীপক চাহার।
আগেই চোটের জন্য যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা ছিটকে গিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। এবার স্ট্যান্ডবাই তালিকায় থাকা দীপক চাহারের চোটও চিন্তা বাড়়াল টিম ম্যানেজমেন্টের। বুমরার বিকল্প হিসেবে মহম্মদ শামিকেই ভাবা হচ্ছে। আগামী ৩-৪ দিনের মধ্যে হয়ত তিনি অস্ট্রেলিয়াও উড়ে যাবেন।