এক্সপ্লোর
Advertisement
সচিনের রেকর্ড ভেঙে দিলেন বিরাট
পুণে: পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে অসাধারণ শতরান করে শুধু ভারতকে জেতানোই নয়, ব্যক্তিগত রেকর্ডও করলেন বিরাট কোহলি। সচিনে তেন্ডুলকরের একটি রেকর্ড ভেঙে দিলেন বিরাট। স্পর্শ করলেন আরও একটি রেকর্ড।
রবিবার পুণেতে একদিনের ম্যাচে ২৭-তম শতরান করেছেন বিরাট। এর মধ্যে ১৭টি শতরান রান তাড়া করার সময়। সচিনও রান তাড়া করার সময় ১৭টি শতরান করেছিলেন। তাঁর এই রেকর্ড স্পর্শ করলেন বিরাট। তবে রান তাড়া করার সময় শতরান করে ম্যাচ জেতানোর ক্ষেত্রে সচিনকে টপকে গিয়েছেন বিরাট। তাঁর ১৭টি শতরানের মধ্যে ১৫টিতেই জয় পেয়েছে ভারত। সচিন ৪৬৩টি একদিনের ম্যাচে রান তাড়া করার সময় ১৪টি শতরান করে ভারতকে জিতিয়েছিলেন। সেখানে বিরাট মাত্র ১৭৭টি একদিনের ম্যাচেই সচিনের এই রেকর্ড ভেঙে দিলেন।
এটাই ছিল অধিনায়ক হিসেবে বিরাটের প্রথম একদিনের ম্যাচ। সেই ম্যাচ স্মরণীয় হয়ে থাকল। ইংল্যান্ডের ৩৫০ রান তাড়া করতে নেমে ভারতের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে প্রকৃত অধিনায়কের মতোই বুক চিতিয়ে লড়াই করেন বিরাট। তাঁর ১০৫ বলে ১২২ এবং কেদার যাদবের ৭৬ বলে ১২০ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে ৩ উইকেটে জয় পেয়েছে ভারত। বিরাট-কেদার জুটিতে যোগ হয় ২০০ রান। বিরাট যেভাবে খেলছেন, তাতে তিনি আরও অনেক রেকর্ডই ভেঙে দেবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement