Virat Kohli: "এখনও ও তরুণ, অনেকটা ক্রিকেট বাকি রয়েছে'', কোহলিকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন লঙ্কা পেসারের
Chaminda Vaas On Virat Kohli: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেঞ্চুরি বিদেশের মাটিতে পাঁচ বছর পর কোহলির ব্যাটে সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০১৮ সালে শেষবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।
কলম্বো: বয়স বেড়েছে। কিন্তু তাঁর ব্যাটে এখনও যে ধার কমেনি তা বুঝিয়ে দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজে সেঞ্চুরি হাঁকিয়েছে। এছাড়াও গত এক বছরে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ধারাবাহিক পারফর্ম করে গিয়েছেন। তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেঞ্চুরি বিদেশের মাটিতে পাঁচ বছর পর কোহলির ব্যাটে সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০১৮ সালে শেষবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।
প্রাক্তন লঙ্কা পেসার চামিন্ডা ভাস মনে করেন বিরাট কোহলি এখনও ফুরিয়ে যাননি। তিনি বলছেন, ''প্রত্যেকেই বিরাটের ব্যাটে সব ম্যাচেই রান দেখতে চান। যদি একটা বা দুটো ম্যাচে রান না পান, তাহলেই সবাই সমালোচনা করতে শুরু করেন। একজন প্লেয়ারের কখনও ফর্ম থাকে, কখনও থাকে না। কিন্তু কোহলির পারদর্শীতা নিয়ে কোনও সন্দেহ নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরেও দুর্দান্ত পারফর্ম করেছে কোহলি। ও নিজের ব্যাটিংয়ে আরও উন্নতি করতে চায় ও ভারতীয় দলের হয়ে আরও যোগদান দিতে চান। আমি নিশ্চিত আরও ভাল খেলবে বিরাট।''
বিরাটের সঙ্গে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের তুলনাও টেনে আনেন ভাস। তিনি বলেন, ''সচিন তেন্ডুলকরের কেরিয়ারের শেষদিকেও সবাই ওর থেকে প্রত্য়েক ম্য়াচেই বড় ইনিংস আশা করত। কিন্তু সব ম্যাচে তা সম্ভব হত না। বিরাটের ক্ষেত্রেও তেমনই হচ্ছে। তবে ওর ফিটনেস লেভেল ও টেকনিক দুর্দান্ত।''
সচিনের সঙ্গে বিরাটের তুলনা প্রসঙ্গেও মুখ খুলেন প্রাক্তন তারকা পেসার বলেন, ''রেকর্ড ভাঙার জন্য গড়ে। কেউ সারাজীবন কোনও রেকর্ডের মালিক হতে পারে না। তা ভাঙবেই। কোনও না কোনও যুগে, কোনও না কোনও প্লেয়ার আগের রেকর্ড ভেঙে নিজে রেকর্ড গড়বে। কোহলিকে আমি যতটা দেখেছি, তাতে ও এখনও অনেক তরুণ। আরও অনেকটা সময় ওর কাছে রয়েছে। ভারতীয় ক্রিকেটকে আরও অনেক কিছু দেওয়া বাকি রয়েছে বিরাটের।''
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ২ ম্যাচে খেলেননি বিরাট ও রোহিত। তবে এই সিনিয়র ২ ক্রিকেটারকে ছাড়াই সিরিজ জিতে যায় ভারত। দ্বিতীয় ওয়ান ডে হারলেও প্রথম ও তৃতীয় ওয়ান ডে জেতায় সিরিজ পকেটে পুরে নেয় তাঁরা। টি-টোয়েন্টি সিরিজে অবশ্য বিরাট ও রোহিত নেই। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে খেলতে নেমেছে ভারত। গতকাল প্রথম ম্যাচে হারতে হয়েছে যদিও ভারতকে।