Kohli on Ronaldo: কারা যেন বলেছিল রোনাল্ডো শেষ! পর্তুগিজ মহাতারকার পাশে দাঁড়িয়ে আগ্রাসী বার্তা কোহলির
Virat Kohli: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমালোচকদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় ঝাঁঝাল আক্রমণ শানালেন কোহলি।
রিয়াধ: তিনি রান না পেলেই বিশ্ব জুড়ে শুরু হয়ে যায় সমালোচনা। নিজের সমালোচকদের জবাব দিতে বরাবর ব্যাটকেই হাতিয়ার করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সমালোচকদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় ঝাঁঝাল আক্রমণ শানালেন কোহলি।
রোনাল্ডোর আগুনে পারফরম্যান্স দেখে মুগ্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক। জোড়া গোল করে ম্যাচের সেরাও হয়েছেন রোনাল্ডো। ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি হাতে রোনাল্ডোর ছবি-সহ কোহলি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন। সঙ্গে লিখলেন, '৩৮ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায় খেলছে মানুষটা। ফুটবল বোদ্ধারা বসে রয়েছেন প্রতি সপ্তাহে রোনাল্ডোর সমালোচনা করার জন্য। বলা ভালে খবরে থাকার জন্য়। এখন তাঁরা চুপ করে গিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিরুদ্ধে রোনাল্ডো কী পারফরম্যান্সটাই না করল। কারা যেন বলেছিল রোনাল্ডো নাকি শেষ!'
পিএসজি বনাম সৌদি অল-স্টার ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুর্দান্ত ফুটবল উপহার দেন। অত্যন্ত শক্তিশালী প্যারিস সঁ জরমঁর বিরুদ্ধে কার্যত একা লড়াই চালান সিআর সেভেন। তাঁর দল হারলেও জোড়া গোল করে ম্য়াচের নায়ক হয়ে দেখা দেন রোনাল্ডো।
ক্রিশ্চিয়ানোর এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত কোহলি সোশ্যাল মিডিয়ায় ব্যাট ধরেন নিজের পছন্দের ফুটবল তারকার হয়ে। ইনস্টাগ্রামে কোহলি লেখেন, ৩৮ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ে দাপিয়ে বেড়াচ্ছেন রোনাল্ডো।
নতুন বছরের প্রথম মাসেই ফুটবল মহারণে মুখোমুখি মেসি-রোনাল্ডো। বাড়তি উত্তাপ যে ছড়াবে তা বলাই বাহুল্য। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর এই প্রথম কোনও ম্যাচে খেলতে নামলেন সি আর সেভেন। আর তাও আবার প্রতিপক্ষ মেসি। ২ মহাতারকাকে দেখতে রিয়াধে উপস্থিত হয়ে গিয়েছিলেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনও। ক্যামেরা এদিন তাক করেছিল বিশ্ব ফুটবলের ২ মহীরুহর দিকে। একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও দ্বিতীয়জন লিওনেল মেসি। কিন্তু আচমকাই সেই ক্যামেরায় ধরা পড়লেন অমিতাভ বচ্চনও।
মাঠে ২ দল সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল প্রথমতই। সেখানেই প্রথম পিএসজির দলের ফুটবলারদের সঙ্গে হাত মেলালেন অমিতাভ। এরপর সৌদি অল স্টার একাদশের ফুটবলারদের সঙ্গেও হাত মেলান বিগ বি। তবে মেসি ও রোনাল্ডোর কাছে এসেছিলেন যখন তখন, কিছুক্ষণ কথাও বলেন ২ মহাতারকার সঙ্গে।
আরও পড়ুন: ABP Exclusive: সিনেমার মতো! বিয়ের পর শুরু খেলা, রাগবিতে জাতীয় টুর্নামেন্টে নামছেন প্রিয়ঙ্কা