Ganguly on Kohli: বড় রান করার নিজস্ব ফর্মুলা আছে কোহলির, পাশে দাঁড়িয়ে বললেন সৌরভ
Asia Cup: বাইশ গজে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া বিরাট কোহলি (Virat Kohli) পাশে পেয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)।
কলকাতা: একটা সময় তাঁদের দুজনের সম্পর্কের চিড় নিয়ে চর্চা চলত। কিন্তু বাইশ গজে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া বিরাট কোহলি (Virat Kohli) পাশে পেয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জানালেন, কীভাবে বড় রান করতে হয় জানেন কোহলি। শীঘ্রই বড় ইনিংস দেখা যাবে কোহলির ব্যাটে।
শুক্রবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌরভ বলেন, 'কোহলির ব্যাটে রান না থাকলেও ও অনেক বড় ক্রিকেটার। অনেক দিন ধরে খেলছে। ওর নিজের একটা ফর্মুলা আছে রান করার। সেটা ঠিক ফিরে পাবে। আর কোনও দিন রান পাবে না, এমনটা হয় না।'
এশিয়া কাপে ভারতের অভিযান শুরু হচ্ছে পাকিস্তান ম্যাচ দিয়ে। সৌরভ বলেছেন, 'ভারত-পাকিস্তান ম্যাচ আর যে কোনও ম্যাচের মতোই। এটা ঠিক যে একটা আলাদা চাপ থাকে। তবে রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি ভালভাবেই জানে কী করে চাপ সামলাতে হয়। কোনও দলই এগিয়ে বা পিছিয়ে নেই। টি-টোয়েন্টিতে যা খুশি হতে পারে।'
ভারতকে ফেভারিট হিসাবে বেছে নিতে নারাজ সতর্ক সৌরভ। তাঁর কথায়, 'টি-টোয়েন্টিতে কেউ এগিয়ে নেই। যা খুশি হতে পারে। কেউ ভেবেছিল গুজরাত আইপিএল জিতবে! হার্দিক পাণ্ড্যর দলে ফেরা খুব ভাল ব্যাপার।'
View this post on Instagram
শাহিন শাহ আফ্রিদি না থাকায় ভারতের কি সুবিধা হল? সৌরভ বলেছেন, 'আমাদেরও তো বুমরা নেই। এক জন ক্রিকেটারের না থাকা বিরাট পার্থক্য গড়ে দিতে পারে, এটা আমার মনে হয় না।' সৌরভের মতে, রোহিত, কোহলি, জাডেজা ভারতের ‘এক্স-ফ্যাক্টর’ হতে চলেছেন পাকিস্তান ম্যাচে। পাশাপাশি তাঁর মতে, পাকিস্তানের হয়ে সেরা অস্ত্র হয়ে উঠতে পারেন বাবর আজম।
আরও পড়ুন: এশিয়া কাপ শুরু হওয়ার আগেই সম্ভাব্য বিজেতার নাম জানিয়ে দিলেন শেন ওয়াটসন