এক্সপ্লোর
উইজডেনের বার্ষিক পঞ্জিকার প্রচ্ছদে বিরাট কোহলি

নয়াদিল্লি: নয়া সম্মান পেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। 'ক্রিকেটের বাইবেল' উইজডেনের বার্ষিক পঞ্জিকার প্রচ্ছদে এবার তাঁর ছবি। গত বছর ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে ২,৫৯৫ রান করার সুবাদেই এই সম্মান পেলেন বিরাট।
এপ্রিলে এ বছরের উইজডেন বার্ষিক পঞ্জিকা প্রকাশিত হবে। তার আগেই জানা গিয়েছে, প্রচ্ছদে বিরাটের রিভার্স স্যুইপ করার ছবি থাকছে। গত বছর টেস্টে অসাধারণ ফর্মে ছিলেন বিরাট। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে একই বছরে টেস্টে তিনটি দ্বিশতরান করেন তিনি। সেই কারণেই উইজডেনের গত চারটি বার্ষিক পঞ্জিকার প্রচ্ছদে সচিনের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে বিরাটের ছবি থাকছে।
এপ্রিলে এ বছরের উইজডেন বার্ষিক পঞ্জিকা প্রকাশিত হবে। তার আগেই জানা গিয়েছে, প্রচ্ছদে বিরাটের রিভার্স স্যুইপ করার ছবি থাকছে। গত বছর টেস্টে অসাধারণ ফর্মে ছিলেন বিরাট। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে একই বছরে টেস্টে তিনটি দ্বিশতরান করেন তিনি। সেই কারণেই উইজডেনের গত চারটি বার্ষিক পঞ্জিকার প্রচ্ছদে সচিনের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে বিরাটের ছবি থাকছে। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















