এক্সপ্লোর
ট্যাটু পার্লারে ক্যামেরাবন্দি কোহলি, জানেন বিরাটের হাতে মোট কটা ট্যাটু আছে?

মুম্বই: দক্ষিণ আফ্রিকায় ওডিআই এবং টোয়েন্টি-টোয়েন্টি জিতে গত সপ্তাহের শুরুতেই ভারতে ফিরেছেন বিরাট কোহলি। এখন তিনি তাঁর মুম্বইয়ের বিলাসবহুল ফ্ল্যাটে সদ্যবিবাহিতা বউয়ের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। কয়েকদিন আগেই অনুষ্কাকে জড়িয়ে ‘মাই ওয়ান অ্যান্ড ওনলি’ বলে একটি ছবিও শেয়ার করেন বিরাট। এবার তাঁকে দেখা গেল মুম্বইয়ের এক ট্যাটু পার্লারে। ক্রিকেট, অনুষ্কা ছাড়া, ট্যাটুও বড্ড ভালবাসেন কোহলি। তাই সারা হাত জুড়ে এঁকেছেন ট্যাটু। মোট ৯টি ট্যাটু এখন রয়েছে কোহলির হাতে। এবার যোগ হল আরও একটা।
জানেন কী ধরনের ট্যাটু রয়েছে কোহলির হাতে? একটি মঠের ট্যাটু আছে, যেটা শান্তি এবং ক্ষমতার প্রতীক। এছাড়া রয়েছে ধ্যানরত অবস্থায় ভগবান শিবের ট্যাটু, যার ব্যাকড্রপে রয়েছে কৈলাস পর্বত এবং মানস সরোবরের ছবি। বাইসেপে রয়েছে স্যামুরাই যোদ্ধার ছবি। তারপর রয়েছে হিন্দিতে নিজের বাবা-মা এবং ওডিআই ও টেস্টের টুপির নম্বর লেখা। কাঁধে রয়েছে একটি ভগবানের চোখ আঁকা। এবার যোগ হল আরও একটা
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















