এক্সপ্লোর
Advertisement
চড়া মেজাজের ওয়ার্কআউট, সঙ্গে অজিদের বিরাট বার্তা | Virat Kohli
সপ্তাহখানেক বাদে শুরু হতে চলা মেগা সিরিজের প্রাক্কালে চড়া মেজাজের ওয়ার্কআউটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরাট কোহলি। যার সঙ্গে তাঁর ছোট্ট বার্তা ‘ফুয়েল আপ’।
সিডনি: পিতৃত্বকালীন ছুটি নিয়ে প্রথম টেস্টের পর দেশে ফিরে আসবেন বিরাট কোহলি। কিন্তু তার আগে যতদিন ডন ব্র্যাডম্যানের দেশে থাকবেন, ততদিন যে অজিদের কপালে চিন্তার ভাঁজ তিনি বাড়াবেন, সেটা বুঝিয়ে দিলেন ভারত অধিনায়ক।
২৭ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার তিন একদিনের ম্যাচের সিরিজ। যা শেষ হলে ৪ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি-২০। আর ১৭ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট। এই মুহূর্তে সিডনিতে বায়ো বাবলে থেকে প্রস্তুতি শুরু করেছে ভারতীয় দল।
সপ্তাহখানেক বাদে শুরু হতে চলা মেগা সিরিজের প্রাক্কালে চড়া মেজাজের ওয়ার্কআউটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরাট কোহলি। যার সঙ্গে তাঁর ছোট্ট বার্তা ‘ফুয়েল আপ’।
বিরাট বার্তাতেই পরিষ্কার, কঠিন লড়াইয়ে মেজাজে ইঞ্জিন ছোটাতে প্রয়োজনীয় রসদ ভরে নিচ্ছেন তিনি। সাইক্লিং, ওয়েট এক্সারসাইজ থেকে প্লাক, সবরকম শারীরিক কসরতেরই দেখা মিলেছে বিরাটের তৈরি হওয়ার প্রক্রিয়ায়।
কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিরাট কোহলির নেতৃত্বে এলিমিনেটার পর্যন্ত পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৫ ম্যাচে ২৩ চার ও ১১ ছক্কার সাহায্যে বিরাট করেছিলেন ৪৬৬ রান।
ব্যাটসম্যান বিরাট নিয়ে কথা বলার সুযোগ না থাকলেও আইপিএলে ক্যাপ্টেন কোহলির পারফরম্যান্স নিয়ে উঠেছিল প্রশ্ন। বিশেষ করে রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স পঞ্চমবার আইপিএল জেতায় রোহিতকে ভারতের সীমিত ওভারের অধিনায়ক করার দাবীও জোরালো হয়েছে। তাই কোথাও গিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের দুটো সিরিজ ব্যাটসম্যানের বিরাটের পাশাপাশি ক্যাপ্টেন কোহলির কাছেও কঠিন মঞ্চ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement