Kohli Trolled: জাতীয় সঙ্গীতের সময় চিউয়িং গাম! কোহলির ভিডিও দেখে নিন্দার ঝড়
সন্ধ্যার দিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। দেখা যায়, জাতীয় সঙ্গীত গাইতে গাইতে গাম চিবোচ্ছেন কোহলি। নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন।
কেপ টাউন: ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচের আগে তখন দু'দলের জাতীয় সঙ্গীত বাজছে। ভারতের জাতীয় সঙ্গীতের সময় আচমকা মুখ নাড়তে দেখা গেল বিরাট কোহলিকে। ক্যামেরায় ধরা পড়ল, চিউয়িং গাম চিবোচ্ছেন কোহলি। যা দেখে সোশ্য়াল মিডিয়ায় প্রবল সমালোচনা শুরু হয়ে যায়।
সন্ধ্যার দিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। দেখা যায়, জাতীয় সঙ্গীত গাইতে গাইতে গাম চিবোচ্ছেন কোহলি। নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন। অনেকেই দাবি তোলেন, কড়া শাস্তি হওয়া উচিত কিংগ কোহলির।
দেখুন ভিডিও:
This clown must be punished acc. to the " National Honour act 1971 " for disrespecting our Indian national anthem .
— 𝐇𝐲𝐝𝐫𝐨𝐠𝐞𝐧 (@Burning_H2) January 23, 2022
A man with no ethics & dignity.
Shame on you Virat Kohli @imVkohli#SAvIND pic.twitter.com/igCmlutkry
শিখর ধবন, বিরাট কোহলি ও দীপক চাহারের ব্যাট হাতে লড়াই ব্যর্থ। রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকার (Ind vs SA) কাছে রানে হেরে গেল ভারত। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হল টিম ইন্ডিয়াকে।
দক্ষিণ আফ্রিকার ২৮৭ রান তাড়া করতে নেমে ভারত শুরুতেই অধিনায়ক কে এল রাহুলের উইকেট হারায়। ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়েছিলেন ঋষভ পন্থ। তিনি কোনও রান না করেই ফেরেন। তারপর ভারতকে টানেন শিখর ধবন ও বিরাট কোহলি। দুজনই হাফসেঞ্চুরি করেন। শেষ দিকে চালিয়ে খেলে ৩৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন দীপক চাহার। কিন্তু তিনি আউট হতেই ভারতের লড়াই থমকে যায়। শেষ ওভারে জয়ের জন্য ভারতের বাকি ছিল ৬ রান। হাতে ছিল এক উইকেট। পারেননি যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণরা। ভারত অল আউট হয়ে যায় ২৮৩ রানে।
ভারত সিরিজ আগেই হেরে গিয়েছে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ ছিল কার্যত সম্মান রক্ষার লড়াই (Ind vs SA)। যে লড়াইয়ে ভারতকে চাপে রেখেছিল কুইন্টন ডি'ককের (Quinton de Kock) সেঞ্চুরি। ইনিংস ওপেন করতে নেমে ১৩০ বলে ১২৪ রান করেন তিনি। ভারতের বিরুদ্ধে কেপ টাউনে প্রথম ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২৮৭ রানে অল আউট হয়ে যায়। ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল ২৮৮। চার বল বাকি থাকতে চার রান কম করে অল আউট হয়ে যায় ভারত।