Virat Kohli: তিনিই ভারতের সবচেয়ে বড় স্পোর্টস আইকন, এবার ক্রিকেটের বাইরেও গলা ফাটাতে প্রস্তুত বিরাট
Virat Kohli on Paris Olympics 2024: নীরজ চোপড়া, পিভি সিন্ধু, মানু ভাকের, মীরাবাঈ চানুরা তো আছেনই। আবার এমন নতুন অনেক মুখ রয়েছে, যাঁরা এবারেই প্রথম অলিম্পিক্সের মঞ্চে খেলতে নামবেন।
মুম্বই: আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics)। ভারতের মোট ১১৭ জন অ্যাথলিট এবারের গ্রেটেস্ট শো অন দ্য আর্থ- অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন। নীরজ চোপড়া, পিভি সিন্ধু, মানু ভাকের, মীরাবাঈ চানুরা তো আছেনই। আবার এমন নতুন অনেক মুখ রয়েছে, যাঁরা এবারেই প্রথম অলিম্পিক্সের মঞ্চে খেলতে নামবেন। এবার সবার হয়ে গলা ফাটাতে ভারতবাসীকে অনুরোধ জানালেন দেশের সবচেয়ে বড় স্পোর্টস আইকন বিরাট কোহলি। উল্লেখ্য়, কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন বিরাট। এরপরই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছেন। দেশের জার্সিতে আবার হয়ত শ্রীলঙ্কা সিরিজে দেখা যেতে পারে তাঁকে। তবে সূত্রের খবর, সেখানেও নিজেকে সরিয়ে নিতে চলেছেন কিং কোহলি। তবে এরই মধ্যে প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিযোগীদের পাশে দাঁড়ালেন বিরাট।
এক ভিডিও বার্তায় ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ''একটা সময় ভারতকে অন্য নজরে দেখা হত। সময়ের সঙ্গে তা পরিবর্তন হয়েছে। এখন আমাদের পরিচিতি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র। ক্রিকেট, বলিউড, স্টার্ট আপ, উর্ধ্বমুখী অর্থনীতি সব কিছুর মাধ্যমেই পরিচিতি বেড়েছে ভারতের। সকলের কাছে পরবর্তী বড় বিষয় আর কী হতে পারে? হোক সেটা আরও বেশি সোনা, রুপো এবং ব্রোঞ্জ।''
প্যারিস অলিম্পিক্সে অংশ নিতে চলা ক্রীড়াবিদদের পাশে দাঁড়িয়ে দুবারের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার বলছেন, ''আমাদের ভাই-বোনেরা পদকের খিদে নিয়ে প্যারিসে যাচ্ছে। কোটি কোটি মানুষ তাকিয়ে থাকবে। ওঁরা মঞ্চে পা দেবেন যখন, তখন স্নায়ুর চাপও বাড়বে। ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া…এই সুরই শোনা যাবে চারিদিকে। আমি ওঁদের সমর্থন করব। গোটা ভারতীয় দলকে শুভেচ্ছা জানাচ্ছি।''
From dreams to medals.🏅
— Virat Kohli (@imVkohli) July 15, 2024
It's time to back our athletes as they step foot into Paris!✊🏼🇮🇳@IIS_Vijayanagar @StayWrogn #JaiHind #WeAreTeamIndia #Paris2024 #RoadToParis2024 #StayWrogn pic.twitter.com/pbi7TYWjsN
তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কিংবদন্তি কপিল দেবও শুভেচ্চা বার্তা পাঠিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদদের উদ্দেশে। তিনি বলেন, ''আমি আলাদা করে কাউকে কিছু বলতে পারিনি। কিন্তু প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী প্রত্যেক ভারতীয় অ্যাথলিটকে শুভেচ্ছা জানাতে চাই। আমি আশা রাখি যে এবার আগের বারের থেকেও বেশি পদক জিতবেন ভারতের অ্যাথলিটরা।''
উল্লেখ্য়, টোকিও অলিম্পিক্সে ১টি সোনা এসেছিল নীরজ চোপড়ার হাত ধরে। এছাড়া মোট ৭টি পদক জিতেছিল ভারত।