এক্সপ্লোর
Advertisement
দেখুন: স্লেজিং কোহলির, পাল্টা জবাব কীভাবে দিলেন ইশান কিষান
নয়াদিল্লি: আইপিএলে গুজরাত লায়ন্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরর মধ্যে গত মঙ্গলবার ম্যাচ একটা সময় খুবই আকর্ষণীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিল। শেষপর্যন্ত আরসিবি ২১ রানে জেতে। ম্যাচ চলাকালে আরসিবি অধিনায়ক বিরাট কোহলিকে উত্তেজনার বশে গুজরাত লায়ন্সের তরুণ ব্যাটসম্যান ইশান কিষানকে স্লেজিং করতে দেখা গেল।
তখন জমিয়ে ব্যাট করছিলেন ইশান। দ্রুত রান তুলছিলেন তিনি। ইনিংসের ১৯ তম ওভারে আরসিবি-র বোলার শ্রীনাথ অরবিন্দ বাউন্সার দেন। ইশান ওই বাউন্সার খেলতে পারেননি। এরপরই কোহলিকে স্লেজিং করতে দেখা যায়। কিন্তু একটুকু ধৈর্য্য হারাননি ইশান। ব্যাটেই স্লেজিংয়ের জবাব দিলেন। পরের বলটাতেই দুরন্ত শট খেললেন তিনি। বল গেল বাউন্ডারির ওপারে।ছক্কা।
কোহলি ভারতীয় দলের তিনটি ফর্ম্যাটেরই অধিনায়ক। সিনিয়র ক্রিকেটার হিসেবেও তাঁর কাছ থেকে এই ব্যবহার প্রত্যাশিত নয়।
ইশান এই ম্যাচে ১৬ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল দুটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারিতে।
ইশানের বিস্ফোরক ব্যাটিংয়ের দৌলতে ম্যাচে ফিরে এসেছিল গুজরাত। কিন্তু দ্বিতীয় প্রান্তে অন্য কোনও ব্যাটসম্যান তাঁকে সাহায্য করতে পারেননি। তাই দলকে হেরে যেতে হয়।
— IPL Ke Deewane (@IplDeewane) April 18, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement