উল্লেখ্য, বীরু দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)-র ক্রিকেট সমিতিতে নির্বাচিত হয়েছেন। ছবি-ইন্সটাগ্রাম
2/8
বীরুর নিজেকে এই অভিনব উপহার নিয়ে মজাও করেছেন তাঁর অনুরাগীরা।ছবি-ইন্সটাগ্রাম
3/8
ছবিতে বীরুর নাকে যেভাবে ফুলটি রয়েছে, তা দেখে এক ঝলকে মনে হতেই পারে যে, নাকে তাঁর হয়ত চোট লেগেছে। তাঁর অনুরাগীদের কয়েকজনও জানতে চান, কীভাবে এই চোট লেগেছে।ছবি-ইন্সটাগ্রাম
4/8
চামেলি ফুলের সুবাস অসাধারণ। ফুলের এই সুবাস গ্রহণ করতে করতে এই ফুলের গন্ধ নিয়েও হ্যাশট্যাগ করেছেন।ছবি-ইন্সটাগ্রাম
5/8
ক্যাপশনে বীরু লিখেছেন, এই উপহার আমি নিজেকেই দিয়েছি। ছবি-ইন্সটাগ্রাম
6/8
ছবিতে নজফগড়ের নবাবের নাকে ফুল দেখা গিয়েছে। ছবি-ইন্সটাগ্রাম
7/8
আসলে গত বুধবার রাতে সহবাগ তাঁর একটা ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন। ছবি-ইন্সটাগ্রাম
8/8
নিজেকে নিজেই উপহার দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সহবাগ। ছবি-ইন্সটাগ্রাম