এক্সপ্লোর
Advertisement
টি-২০ বিশ্বকাপে বিপর্যয়ের জেরে প্রধান কোচের পদ থেকে ইস্তফা ওয়াকারের
করাচি: শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দিলেন ওয়াকার ইউনিস। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপ প্রতিযোগিতায় লজ্জাজনক পারফরম্যান্সের পর বিদায় নেওয়ায় গতকাল টি-২০ দলের অধিনায়কের পদ থেকে বিদায় নিয়েছেন শাহিদ আফ্রিদি। তবে গতকাল পর্যন্ত কড়া অবস্থান ছিল ওয়াকারের। বিপর্যয়ের জন্য তাঁকে যেভাবে 'ভিলেন' বানানো হয়েছে, সেই অবস্থায় মাথা নীচু করে চলে যাবেন না, জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সরে যেতেই হল। আজ সাংবাদিকদের তিনি বলেন, ভারাক্রান্ত হৃদয়ে পদ থেকে ইস্তফা দিচ্ছি।
২০১৪ সালে দ্বিতীয়বার পাক দলের কোচ পদের ভার নেওয়া প্রাক্তন এই ফাস্ট বোলার গতকাল বলেন, আমাকে ‘ভিলেন’ বানানো হচ্ছে। বোর্ড আমাকে সরাতে চাইলে লিখিতভাবে জানাতে হবে। সরে যাওয়াটা আমার কাছে কোনও ব্যাপার নয়। কিন্তু এভাবে চলে যাব না।
ওয়াকারের দাবি, ২০১৫-র বিশ্বকাপের পর থেকেই তাঁর সঙ্গে নাজমের সঙ্গে দেখা হয়নি। বিভিন্ন সমস্যার সম্বন্ধে বোর্ডের কারুর সঙ্গে কথা বলার সুযোগ তাঁর হয়নি। এখন বোর্ড তাঁকে বলির পাঁঠা করে সরিয়ে দিতে চাইছে।
এদিন সরে গেলেও ওয়াকার চান, তিনি পিসিবি-কে যেসব সুপারিশ পাঠিয়েছেন, সেগুলি যেন কার্যকর করা হয়। ২০১৫ সালে প্রথম সুপারিশগুলি দেওয়ার পরও তা বাস্তবায়িত হয়নি বলে জানান তিনি।
ঘটনাচক্রে পিসিবি-কে দেওয়া তাঁর রিপোর্টের কিছুটা মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে। তাতে দলের ক্রিকেটার বাছাই প্রক্রিয়ায় তাঁর কোনও কথা পিসিবি শোনে না বলে ক্ষোভ জানিয়েছেন ওয়াকার। শাহিদ আফ্রিদির অধিনায়কত্বেরও সমালোচনা করেছেন।
তিনি বলেন, দুর্বল অধিনায়কত্বের জন্যই আমরা নিউজিল্যান্ডের কাছে, এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপ থেকে হেরে বিদায় নিয়েছি। একাধিকবার আমি পরিষ্কার বলেছি, আফ্রিদি ব্যাট, বলে, অধিনায়ক হিসাবেও ব্যর্থ। কিন্তু কেউ আমার কথা কানেই তোলেনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement