এক্সপ্লোর
Advertisement
ভাইরাল ভিডিও-র সেই খুদে বোলারকে কোচিং করে মুগ্ধ আক্রম, ট্যুইটারে ছবি শেয়ার
লাহোর: সাড়ে ছয় বছরের খুদে বোলারের বাঁহাতি বোলিং অ্যাকশন কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় দৌলতে ভাইরাল হয়ে গিয়েছিল। পাকিস্তানে রাতারাতি সেনসেশন তৈরি করা এই ছোট্ট ফাস্ট বোলারের নাম হাসান আখতার। ভিডিওতে তাকে বেশ কয়েকটি সুইং মেশানো বল একেবারে নিখুঁত নিশানায় ফেলতে দেখা যায়। অনেকেই হাসানের সঙ্গে পাকিস্তানের কিংবদন্তী বোলার ওয়াসিম আক্রমের মিল খুঁজে পান। হাসানের বোলিং মুগ্ধ করে সুইং সুলতান আক্রমকে।
সংবাদমাধ্যম তার সঙ্গে কথা বলার সময় হাসান জানায়, ওয়াসিম আক্রমই তার আদর্শ। আর সেই আক্রমই যদি তাকে কোচিং করান, তাহলে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করবে সে।
ছোট্ট হাসানের সেই ইচ্ছাপূরণও হয়ে গেল। আক্রাম হাসানকে নিজে হাতে বোলিংয়ের পাঠ দিলেন। হাসনকে কোচিং করিয়ে দারুণ খুশি আক্রম। সাড়ে ছয় বছরের বাচ্চা। বোলিং সম্পর্কে তার ধারনা অবাক করে দিয়েছে খোদ আক্রমকে। হাসানকে কোচিংয়ের ছবি আক্রম তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
Really enjoyed myself spending quality time with Hasan, young sensation from Chichawatni . Unbelievable skills at his age remember that he is only six and a half. #brightfuture pic.twitter.com/MDqYS3NJUZ
— Wasim Akram (@wasimakramlive) March 26, 2018
আক্রম লিখেছেন, 'পঞ্জাবের চিচাওয়াতনির ছোট্ট ছেলে হাসানের সঙ্গে দারুণ সময় কাটল। খুব উপভোগ করেছি। এই বয়সেই বোলিংয়ে এতটা দক্ষতা, অবিশ্বাস্য ব্যাপার'। অন্য একটি ছবি শেয়ার করে আক্রম জানিয়েছেন, 'ওকে সামনের হাতের গুরুত্ব বোঝাচ্ছি। ও মন দিয়ে সব শুনেছে। আউট ও ইন স্যুইংয়ের জন্য কীভাবে বল গ্রিপ করতে হয়, তা ও জানে। আশ্চর্য ব্যাপার। ওর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে'।Explaining the importance of front arm. He was all ears ???? he already knows how to grip the ball for out swing and in swing. Unreal. pic.twitter.com/SUZ4KVcEiA
— Wasim Akram (@wasimakramlive) March 26, 2018
I just recieved this video and don’t know about this brilliant kid, want to know your thoughts abt this terrific bowling. @wasimakramlive @shoaib100mph @iramizraja @SAfridiOfficial pic.twitter.com/8JPRQNHlfj
— Faizan Ramzan (@faizanramzank) February 27, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement